২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রেজিমেন্টাল কালার প্রদান ও ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন

রাজশাহী সেনানিবাসে রেজিমেন্টাল কালার প্রদান করছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ : আইএসপিআর -


সেনাবাহিনীর ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান গতকাল রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এতে রাজশাহী সেনানিবাসস্থ রেজিমেন্ট অব দি মিলিনিয়াম খ্যাত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনী প্রধান উপস্থিত হলে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো: ফয়জুর রহমান, তাকে অভ্যর্থনা জানান। এ সময় একটি সম্মিলিত চৌকস দল মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনী প্রধানকে অভিবাদন প্রদান করেন। গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক ইউনিটগুলো বাংলাদেশ সেনাবাহিনী তথা দেশ মাতৃকার সেবায় বিশেষ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকাণ্ডে সাফল্যের স্বীকৃতি স্বরূপ একটি ইউনিট বা রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ এসপি রেজিমেন্ট আর্টিলারি, ৩৭ এডি রেজিমেন্ট আর্টিলারি, ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, ২৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন), ২৯ বীর এবং ৩৪ বীর আজকের কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির নিকট থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।


পরে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং এ রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো: মোশফেকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়
ইন্টারন্যাশনাল উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির (ডব্লিউপিএস) অংশ হিসেবে গত মঙ্গলবার মিয়ানমার কক্সবাজারের ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং মতবিনিময়ের আয়োজন করা হয়।
এতে সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতিনিধিত্বে ১৯টি দেশের সামরিক ও অসামরিক প্রায় ৩০ জন বিদেশী প্রতিনিধি উপস্থিত ছিলেন। মতবিনিময়ের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ব্যাপারে ব্রিফিং করেন।


পরে ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা নারীরা মিয়ানমার সামরিক বাহিনী কর্তৃক নির্যাতনের বর্ণনা দেন। মতবিনিময়কালীন নারী রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপদে আছেন বলে অবহিত করেন এবং নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নিজেদের দেশে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেন। সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে/সম্মানের সাথে প্রত্যাবাসনের জন্য সরকারের প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন। আইএসপিআর।

 


আরো সংবাদ



premium cement
দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত

সকল