২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
রাজপথে মৃত্যুর হানা

চাঁদপুরসহ বিভিন্ন স্থানে নিহত ৫

-

চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহীসহ দেশের বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একাধিক ব্যক্তি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁদপুর সংবাদদাতা জানান, চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালকসহ তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বেলাশ্বর এলাকার বাসিন্দা সোহাগ হোসেন (৩০), মনির হোসেন (৩০) ও সুজন হোসেন (২৬)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছয় বন্ধু দুই মোটরসাইকেলে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে কুমিল্লাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি অক্ষত থাকলেও আরোহী তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় সড়কের দুই দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে নিহত তিনজনের সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। নিহত মো: সকাল (২০) পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের ছাফর আলীর ছেলে। পরিবার সূত্র জানায়, শুক্রবার সকাল বাড়ি থেকে মোটরসাইকেলে দেবিদ্বারে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে এক পথচারী মলিহাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় আহত মো: রুবেল (৩০) ও পথচারী সুফিয়া বেগমকে (৩২) গুরুতর আহতাবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃদুল কান্তি জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে। বেপরোয়া গতির বাসটি মো: তৌফিক নামের পাঁচ বছর বয়সী শিশুকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তৌফিকের মৃত্যু হয়। গতকাল শুক্রবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর জামাদান্নী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তৌফিক রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের মো: বাবুর ছেলে।


আরো সংবাদ



premium cement