১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


ইউটিউব দেখে সন্তান জন্ম দিলো কিশোরী

-

ঘরে বসে ইউটিউব দেখে সন্তানের জন্ম দিয়েছে ভারতের কেরালার ১৭ বছরের এক কিশোরী। ঘুণাক্ষরেও টের পাননি ওই কিশোরীর বাড়ির লোকজন। শেষ পর্যন্ত মেয়ের ঘর থেকে শিশুর কান্না শুনে দরজায় কড়া নাড়ে বাড়ির লোকজন।
এরপর বাড়ির লোকজন গিয়ে দেখেন কিশোরী মেয়ের কোলে কাঁদছে সদ্যভূমিষ্ঠ সন্তান। এরপরই দ্রুত মা ও সন্তানকে হাসপাতালে পাঠানো হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মলপ্পুরমে। পুলিশ ইতোমধ্যে কিশোরীর গর্ভে সন্তানের জন্মদাতা যুবককে গ্রেফতার করেছে।
কেরালার মলপ্পুরমে বাবা-মায়ের সাথে থাকে ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, গত সপ্তাহে নিজের ঘর থেকে একেবারেই বের হয়নি সে। জিজ্ঞেস করলে উত্তর আসে, বিরক্ত কোরো না, স্কুলের অনলাইন ক্লাস চলছে। সন্দেহ হয়নি পেশায় নিরাপত্তারক্ষী বাবা ও দৃষ্টিহীন মায়ের। এভাবেই চলছিল।
গত ২৪ অক্টোবর ইউটিউবের ভিডিও দেখে শেখা পদ্ধতি অবলম্বন করেই সন্তানের জন্ম দেয় ওই কিশোরী। ঘটনার কথা জানাজানি হয় তিন দিন পর। যখন সন্তান কেঁদে ওঠে। পাশের ঘরে কিশোরীর মায়ের সন্দেহ হয়, শিশুর চিৎকার আসছে কোথা থেকে? দরজা ধাক্কা দিতেই স্পষ্ট হয় সব কিছু। শিশু কোলে বসে কিশোরী মা!
বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ আছে। হাসপাতাল থেকেই খবর যায় পুলিশে। তদন্ত করে পুলিশ ২১ বছরের এক যুবককে পকসো আইনে গ্রেফতার করেছে। ওই যুবক কিশোরীর প্রতিবেশী। দু’জনের মধ্যে অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। কিন্তু এই ঘটনার কথা পরিবারের কাছে চেপে গিয়েছিল দু’জনই। পুলিশ সূত্রে খবর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিভাবে নাড়ি কেটে শিশুকে মায়ের শরীরের থেকে আলাদা করতে হয়, কিশোরীকে তা ইউটিউব দেখে শেখার পরামর্শ দিয়েছিল ওই যুবক। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement