২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভারী বর্ষণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ব্যাপক ক্ষতি

-

কয়েক দিনের অব্যাহত ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এক দিকে ভারী বর্ষণে ইটসুরকি উঠে ছোটবড় গর্ত হচ্ছে অপর দিকে ইটবালু দিয়ে জরুরিভাবে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে কাজ করছে সওজের দোহাজারী সার্কেল কর্তৃপক্ষ।
গতকাল সরেজমিন দেখা যায় গত কয়েক দিনের একটানা ভারী বর্ষণের কারণে এই মহাসড়কের চন্দনাইশ উপজেলার রওশন হাট, দোহাজারী দেওয়ান এলাকা, সাতকানিয়ার কেরানীহাট ও লোহাগাড়ার পদুয়া তেওয়ারীহাট এলাকার অধিকাংশ স্থানে ইটসুরকি উঠে ছোটবড় গর্ত হয়ে মহাসড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। উল্লিখিত স্থানগুলো ছাড়াও এই মহাসড়কের পটিয়া, চন্দনাইশ সাতকানিয়া লোহাগাড়া অংশের আরো কয়েক কিলোমিটার এলাকায় ইটসুরকি উঠে গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কে পানিজমে দুইপাশের সোল্ডারও ব্যাপক ক্ষতি হয়েছে। এ দিকে গতকাল সওজের দোহাজারী সার্কেলের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ নিজেই উপস্থিত থেকে মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশের চলাচল সাভাবিক রাখতে ইটবালু দিয়ে গর্ত ভরাটের কাজে নেতৃত্ব দেন। তিনি বলেন, আপাতত যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ইটবালু দিয়ে গর্ত ভরাট করে দেয়া হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে মূলকাজ করা হবে। কয়েক দিনের ভারী বর্ষণে মহাসড়কের কি পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি জানান, ক্ষতিগ্রস্ত অংশের তালিকা তৈরি করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement