২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শপিংমলে ভ্রাম্যমাণ আদালত, স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

-

মার্কেট শপিং মলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়ে স্বাস্থ্যবিধি না মানায় ৩৮ জনকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার মার্কেটে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের লক্ষ্যে পৃথকভাবে রাজধানীর নিউ মার্কেট ও পান্থপথের বসুন্ধরা সিটিতে দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে নিউ মার্কেট এলাকায় ২১ জনকে ও বসুন্ধরা সিটিতে ১৭ জনকে জরিমানা করা হয়।
বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। আর নিউ মার্কেট এলাকায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা: সঞ্জিব দাশ।
তবে আদালত চলা অবস্থায় বিদ্যুৎ না থাকা বুসন্ধরা সিটির তৃতীয় তলার উপরে উঠতে পারেননি আদালত। তার আগেই অভিযান শেষ করে ফিরে আসতে হয়। বসুন্ধরা সিটিতে ক্রেতা-বিক্রেতা মিলে ১৭ জন কে পাঁচ হাজার ৫০০ টাকা জারিমানা করা হয়। অপর দিকে নিউ মার্কেটে ২১ জনকে ছয় হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, ‘আমরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছি। যারা মাস্ক পরছে না তাদের স্বাস্থ্যঝুঁকি বুঝানোর চেষ্টা করছি। মার্কেটে অনেক ক্রেতা ও বিক্রেতা মাস্ক পরেননি। তাদের কাউকে কাউকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, মার্কেটে বিদ্যুৎ না থাকায় আদালত সম্পূর্ণভাবে কাজ শেষ করতে পারেনি। তবে মার্কেটের নিরাপত্তাকর্মী আমিরুল ইসলাম বলেন, গত সোমবার রাত থেকে বিদ্যুৎ নেই। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা ছিল। কিন্তু বেলা একটার পরও বিদ্যুৎ দেয়া হয়নি। নিজস্ব ব্যবস্থাপনায় মার্কেটের আংশিক কাজ চালানো হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement
৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের

সকল