২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মালিবাগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তরুণের রহস্যজনক মৃত্যু

-

রাজধানীর মালিবাগে হলি লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ইয়াসিন মিয়া (১৯) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে ওই তরুণের লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
হাসপাতাল সূত্র জানায়, নিহত ইয়াসিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বড়পাশা গ্রামের মাসুম মিয়ার ছেলে। পরিবারের সাথে রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্টে থাকতেন।
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক জানান, ইয়াসিনের পরিবারের লোকজন ২২ জানুয়ারি তাকে মালিবাগ রেলগেট হলি লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করায়। এরপর থেকে সেখানেই ছিলেন ইয়াসিন। গতকাল দুপুর ১২টার দিকে সেখান থেকে ইয়াসিনের বাবাকে ফোন দিয়ে বলা হয়, তাকে খিদমাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তার বাবা খিদমাহ হাসপাতালে গিয়ে ইয়াসিনের লাশ দেখতে পান।
ইয়াসিন মাদকাসক্ত ছিলেন। এ ছাড়া কিছুটা মানসিক সমস্যাও ছিল। নিরাময় কেন্দ্রের লোকজন পুলিশের কাছে দাবি করেছে, দুপুরে কেন্দ্রটির বাথরুমে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন ইয়াসিন। নিরাময় কেন্দ্রের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইয়াসিনের লাশের পোস্টমর্টেম সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের ডা: সোহেল মাহমুদ জানান, লাশের গলায় দাগ আছে। বাম হাতে কনুইয়ের ওপরে ও বাম পাঁজরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য গলা থেকে টিস্যু, ভিসেরা ও রক্ত সংগ্রহ করা হয়েছে। সেগুলোর রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় নিহতের পরিবার হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছে।

 


আরো সংবাদ



premium cement
বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী

সকল