২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জেডআরএফের খাদ্য বিতরণ

লকডাউন তুলে জনগণকে মৃত্যুকূপে ঠেলে দিচ্ছে সরকার : রিজভী

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ করছেন রুহুল কবির রিজভী : নয়া দিগন্ত -

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লকডাউন তুলে সব কিছু খুলে দিয়ে জনগণকে মৃত্যুকূপের দিকে ঠেলে দিচ্ছে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাফরুলে স্বাধীনতা চত্বর এলাকায় গরিবদের মাঝে খাদ্য বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাফরুল থানা বিএনপি আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবদলের সহসভাপতি রুহুল আমিন আকিল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ, শ্রমিক দল নেতা মতিনসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রুহুল কবির রিজভী বলেন, এখন পর্যন্ত যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে তার শতকরা ৩০ ভাগ রোগীর চিকিৎসা দিতে পারছে না সরকার। হাসপাতালে শয্যা নেই, চিকিৎসা নেই, অক্সিজেন সিলিন্ডার নেই, ভেন্টিলেটর নেই। চিকিৎসা না পেয়ে দেশ-বিদেশের মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে। তাহলে সরকার যে এত উন্নয়নের কথা বলছে, তারা কী করেছে? শুধু ক্যাসিনো তৈরি করেছে সরকারি দলের লোকেরা।
তিনি বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে কোনো রাজনীতি করতেন না, তিনি সেনাবাহিনীর একজন মেজর ছিলেন। সে সময় যে দায়িত্বটি এ দেশের রাজনৈতিক নেতৃত্বের পালন করার কথা ছিল তা তারা পালন করেনি। জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর একটি ভিন্ন ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সিপাহি-জনতা তাকে ক্ষমতায় আসীন করেন। আমরা তারপর দেখেছিÑ তিনি ক্ষমতায় এসেই বহুদলীয় গণতন্ত্র দিলেন। যারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসেছিলেন তারা গণতন্ত্রকে হত্যা করেছিলেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিলেন। খবরের কাগজ বন্ধ হয়ে গিয়েছিল, হাজার হাজার সাংবাদিক বেকার হয়েছিলেন। জিয়াউর রহমান সব সংবাদপত্র খুলে দিয়েছিলেন। দেশে যখনই সঙ্কট এসেছিল তখনই এই মহান নেতা গোটা জাতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। আওয়ামী লীগ এই মহান মানুষটিকে নিয়ে এত বিষোদগার করেছে, এত কটুকথা বলেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। যে ব্যক্তিটি নিজের জীবন ও পরিবার কোথায় আছে তা তোয়াক্কা না করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তার বিরুদ্ধে বিষোদগার। স্বাধীনতার ঘোষকের বাড়ি ভেঙে দিয়ে তার সহধর্মীণীকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। তা হলে এরা বলে মুক্তিযুদ্ধের চেতনার সরকার, আসলে এরা হচ্ছে ক্যাসিনোর চেতনার সরকার, টাকা লুটপাটের সরকার, চাল-গম আত্মসাতের সরকার।
রাজধানীতে দুস্থদের মাঝে জেডআরএফের খাদ্য বিতরণ : এ দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে প্রায় এক হাজার দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাদ্যের প্যাকেট বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। মহামারী করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার বেলা ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে খাদ্য বিতরণ কর্মসূচির সূচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেডআরএফের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জেডআরএফের সাংবাদিক কাদের গণি চৌধুরী, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএসএমএমইউ শাখার সভাপতি ডা: এরফানুল হক সিদ্দিকী, প্রকৌশলী মাহবুব আলম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সেক্রেটারি ইকবাল হোসেন শ্যামলসহ অনেকেই। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্যসচিব মো: আমানউল্লাহ আমানের তত্ত্বাবধানে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, নীলক্ষেত ও পলাশীসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়। উল্লেখ্য, ঢাকা মহানগরীর আসাদ গেটস্থ নিজ বাসভবনের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে খাদ্য বিতরণ কর্মসূচি সূচনা করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই পুলিশ সেখানে অনুষ্ঠানে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে জেডআরএফ।
এ দিকে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত করেছেন ঢাকা দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদসহ অন্য নেতাকর্মীরা। তা ছাড়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনের সেক্রেটারি আবদুল কাদির ভুইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো: ইয়াছিন আলী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ প্রমুখ জিয়ার মাজার জিয়ারত করেন।

 


আরো সংবাদ



premium cement