০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


৭৫ বছর পর পাওয়া গেল ওয়ালেট!

-

আমেরিকার মিসৌরি প্রদেশে থাকেন ৮৯ বছরের বৃদ্ধা বেটি জুন সিসম। তিনি যখন স্কুলে পড়তেন সেই সময় স্কুলের পরিচয়পত্রসহ তার ওয়ালেট (মানিব্যাগ) হারিয়ে যায়। সেই ঘটনার ৭৫ বছর পর সম্প্রতি সেই হারিয়ে যাওয়া ওয়ালেট ফিরে পেলেন ওই মহিলা। অপ্রত্যাশিতভাবে ফিরে পাওয়া সেই ওয়ালেট তাকে ফিরিয়ে দিলো স্কুল জীবনের স্মৃতি।
বর্তমানে চেস্টারফিল্ডে থাকলেও স্কুল জীবনে সিসম থাকতেন সেন্ট্রালিয়ায়। তিনি পড়াশোনা করতেন ওল্ড সেন্ট্রালিয়া হাইস্কুলে। সে সময়ই হারিয়ে যায় তার ওয়ালেট। সম্প্রতি পরিচর্যার জন্য সেই স্কুল বিল্ডিং মেরামতের কাজ শুরু হয়। তা করতে গিয়েই পাওয়া যায় সিসমের ওয়ালেট।
ওই স্কুলের সেথ বাল্টজেল জানিয়েছেন, সিসম-সহ আরো ১৪ জনের ওয়ালেট পাওয়া গেছে। ওয়ালেটগুলো খুঁজে পাওয়ার পর সেগুলোর ছবিসহ ফেসবুকে পোস্ট করেন বাল্টজেল। পরে তিনি নিজেই যোগাযোগ করেন সিসমের বাড়ির লোকের সঙ্গে। তার পর তার হাতে ফিরিয়ে দেন সেই ওয়ালেট।
হারিয়ে যাওয়া ওয়ালেট ফিরে পেয়ে খুশি ৮৯ বছরের সিসমও। তিনি বলেছেন, ‘স্কুল পড়ার সময় লাল রঙের ওয়ালেট হারিয়ে যাওয়ার কথা আমার এখনো মনে আছে। কিন্তু সেই ওয়ালেট ফিরে পাওয়ার আশা আমি আর করিনি। তাই স্কুল জীবনের ওয়ালেট ফিরে পেয়ে আমি খুশি।’ ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement