১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বগুড়ায় ব্যবসায়ীকে নির্যাতন করায় ৪ পুলিশ বরখাস্ত

-

বগুড়া সদর থানায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে নির্যাতনের ঘটনায় চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী সোহান বাবু ওরফে আদর (৩২) বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার উটের মোড়ের সাইদুর রহমানের ছেলে।
পুলিশি নির্যাতনে গুরুতর আহত বাবুর বাবা অভিযোগ করে বলেন, শহরের গোয়ালগাড়ি এলাকায় আল ফালাহ বহুমুখী নামে একটি সমিতি রয়েছে। সোহান বাবু আদর, সাথী বানু ও তার স্বামী বাপ্পি মিয়া তিনজন মিলে ওই সমিতি পরিচালনা করেন। সমিতির অন্য দুই পরিচালক সাথী বানু ও তার স্বামী বাপ্পির অভিযোগে গত বৃহস্পতিবার রাত ১১টায় সদর থানার কনস্টেবল (মুন্সি) এনামুল হক বাবুকে মোবাইল ফোনে থানায় ডেকে নেন। বাবু থানায় এলে এসআই আবদুল জোব্বার, এএসআই এরশাদ ও মুন্সি এনামুল পাশের একটি নতুন কক্ষে হ্যান্ডকাফ লাগিয়ে পাশে একটি পিলারের সাথে বেঁধে সাথীর পাওনা ১১ লাখ টাকা ফেরত চান। টাকা দিতে অস্বীকার করায় মধ্য রাতে তাকে নির্যাতন করে।
শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় আবার বাবুর হাত-পা বেঁধে লাঠি দিয়ে কোমর থেকে পা পর্যন্ত বেদম প্রহার করা হয়। নির্যাতনে বাবুর কোমরের নিচ থেকে পা পর্যন্ত রক্তাক্ত জখম হয়। থানা হাজতে বাবুর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাত ১২টায় এসআই আবদুল জোব্বার বাবুর বাবা সাইদুর রহমানকে ডেকে বলেন তোর ছেলে সুস্থ আছে ভালো আছে এ মর্মে মুচলেকা দিয়ে ২০ হাজার টাকা দিয়ে তোর ছেলেকে নিয়ে যা। পরে বাবুর বাবা মুচলেকা ও ২০ হাজার টাকা দিয়ে তার ছেলেকে থানা থেকে ছাড়িয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে বাবুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, অভিযোগকারী সাথী বানু ও তার স্বামী বাপ্পি মিয়া শহরের কাটনারপাড়া আলোরমেলা স্কুল এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে এসআই আবদুল জোব্বার ও এএসআই এরশাদের সাথে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে কনস্টেবল এনামুল হক বলেন, আমি সামান্য চড়থাপ্পড় মেরেছি।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে সোহান বাবু আদরকে থানায় আনা হয়েছিল। পরে বাদি ও বিবাদির মধ্যে আপস-মীমাংসা হলে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। ওসি বলেন, বাবুকে নির্যাতনের কথা আমার জানা নেই।
উল্লেখ্য, কিছু দিন আগে তুচ্ছ ঘটনায় সদর থানার এসআই জিল্লুর রহমান বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সদস্য সোহেল রানা সজিবকে শহরের জলেশ্বরীতলার বাড়ির সামনে থেকে ধরে থানায় আনেন। তাকে দুই দফা অকথ্য ভাষায় গালিগালাজের পর শারীরিক নির্যাতন করা হয়। এ ব্যাপারে সজিব জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। অ্যাডভোকেট সোহেল রানা সজিব দাবি করেন, তিনি সিনিয়র আইনজীবী ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের চাপের মুখে মীমাংসা করতে বাধ্য হয়েছেন।

 

 


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল