১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


সংলাপ নিয়ে বিভ্রান্তির দায় গণমাধ্যমের কাদের

-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে সংলাপে বসবেনÑ এমন কথাটি কখনো বলেননি দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই বিভ্রান্তির দায় গণমাধ্যমের।
ভোট শেষে আবার সংলাপে বসা নিয়ে তিন দিন ধরে নানা আলোচনার মধ্যে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সংলাপ নিয়ে আমরা তো কিছু বলিনি। কেউ যদি মনগড়া খবর পরিবেশন করেন তাহলে তো কিছু করার নেই। আমি যে বক্তব্য রেখেছি তার অডিও, ভিডিও ক্লিপ রয়েছে, সেখানে সংলাপের কোনো বিষয় নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। এখানে সংলাপ নিয়ে ধূম্রজাল কোথা থেকে এলো? আমি তো সংলাপ শব্দটি উচ্চারণ করিনি। বলা হয়েছে, গণভবনে নেত্রী আমন্ত্রণ জানাবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। একটু আপ্যায়নের ব্যবস্থাও থাকবে। এই ছিল আমাদের কথা। এখানে ধূম্রজাল কেন হবে, সংলাপ কেন হবে?’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী একবারও সংলাপের কথা বলেননি। আমি বলেছি, তিনি আমন্ত্রণ জানাবেন। আমি তো সংলাপের কথা বলিনি। কাজেই এ শব্দটি কোথা থেকে এলো আমি জানি না। যে নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত সেখানে সংলাপের প্রশ্ন আসে কিভাবে? জাতিসঙ্ঘ বলেছে, শেখ হাসিনার সাথে কাজ করতে তারা রাজি। এই নির্বাচনে আমাদের নেত্রী শেখ হাসিনার বিপুল জয় হয়েছে। নির্বাচন নিয়ে সংলাপ হাস্যকর।’
মার্চের উপজেলা নির্বাচন জোটগতভাবে হবে না জানিয়ে কাদের বলেন, যারা মনোনয়ন চাইবেন তাদের তৃণমূল থেকে সুপারিশ নিয়ে আসতে হবে। জেলা-উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতি তিনজনের নাম আমাদের কাছে দেবে। সেখান থেকে জরিপের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেবেন।


আরো সংবাদ



premium cement