১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


কালুখালী-ভাটিয়াপাড়া রুটে গেটম্যান নেই

বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় ৫ শ্রমিক নিহত : আহত ১০

-

রাজবাড়ীর কালুখালী-ভাটিয়াপাড়ার বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় ও শ্রমিক টানা ইঞ্জিনচালিত কটাং গাড়ির পাঁচ জুট মিলশ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা পৌনে ১টায় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় উপজেলার জামালপুর ইউনিয়নের শোলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরনওপাড়া রাজ্জাক জুটমিলের ইঞ্জিনচালিত শ্রমিক পরিবহনের কটাং গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহীদ শেখের ছেলে সরোয়ার শেখ (২০), এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২), জামালপুর ইউনিয়নের তুলসীবরাট গ্রামের শুকুর আলী শেখের ছেলে শাকিল শেখ (২০) নিহত হন। পরে চিকিৎসাধীন সাকের আলী শেখ (২০) ও ফজলুল শেখ (২৮) নামে আরো দুই শ্রমিক মারা যান। আহত হয়েছেন, জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের হারুন শেখের স্ত্রী পপি খাতুন (৩৫), তুলসীবরাট গ্রামের জহুরুল মিয়ার স্ত্রী রাফেজা বেগম (২২), মিঠুন বিশ্বাসের স্ত্রী শেফালী বেগম (২৪), বিল্লাল মণ্ডলের স্ত্রী আছিয়া বেগমসহ (২৫) অন্তত ১০ জন। আহতদের মধুখালী হাসপাতালে নিলে তাদের চিকিৎসক ফরিদপুর হাসপাতালে পাঠান।
বেঁচে যাওয়া পপি খাতুন জানান, রাজ্জাক খান জুটমিলের ১৪-১৫ জন শ্রমিক কাজ শেষে ইঞ্জিনচালিত কটাং গাড়িতে বাড়ি ফিরছিলেন। ট্রেন আসা দেখে ড্রাইভারকে দেরি করতে বললেও ড্রাইভার বলে বসে থাকেন চলে যেতে পারব। এ সময় ট্রেনটি গাড়িটিকে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। যে যার মতো গাড়ির মধ্য থেকে ঝাঁপ দেন।
মধুখালী হাসপাতালের আরএমও ডা: কবির হোসেন জানান, ১০ জন আহত রোগীকে চিকিৎসা শেষে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, কালুখালী থেকে ছেড়ে আসা ট্রেনটি ভাটিয়াপাড়া যাচ্ছিল। বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের শোলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় রাজ্জাক খান জুটমিলের কটাং গাড়িতে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হন। পুলিশ ও বালিয়াকান্দি ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। রাজবাড়ী জেলা প্রশাসক মো: শওকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুম রেজা, রাজবাড়ী সহকারী পুলিশ সুপার ফজলুল করিম পরিদর্শন করেছেন। পরে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement