২২ মে ২০২৪, ০৮ জৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলকদ ১৪৪৫
`


রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষকেরা

নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি : নয়া দিগন্ত -

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওকরণের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন নন-এমপিও শিাপ্রতিষ্ঠান শিক-কর্মচারী ফেডারেশনের নেতারা। ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয়ভূষণ রায়ের নেতৃত্বে সকালে এ স্মারকলিপি জমা দেয়া হয়।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক তাদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে রাজধানীর জাতীয় প্রেস কাবের সামনে লাগাতর অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। ৩১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশন শুরু করেন। ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান জাতীয় প্রেস কাবের সামনে অনশনরত শিক্ষকদের মধ্যে এসে দাবি মেনে নেয়ার কথা জানান শিক্ষকদের।
কিন্তু গত ৭ জুন জাতীয় সংসদে উপস্থাপিত জাতীয় বাজেটে শিক্ষকদের এমপিওকরণ, জাতীয়করণের বিভিন্ন দাবি মানা এবং বরাদ্দ বিষয়ে কোনো কিছু উল্লেখ না থাকায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষকেরা। গত ১০ জুন থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকেরা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি মেনে নেয়ার ঘোষণার বাস্তবায়ন চান।


আরো সংবাদ



premium cement