সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশী শ্রমিক নিহত
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ২৪ এপ্রিল ২০২৪, ১৮:০৩
সিঙ্গাপুরে কাজ করার সময় রডের চাপায় রাকিব হোসেন (২২) নামে এক বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন।
রাকিব যশোরের বেনাপোল পোর্ট থানার ২ নম্বর ঘিবা গ্রামের মমিনুর রহমানের ছেলে।
চলতি মাসের ৩ এপ্রিল বুধবার কনস্ট্রাকশনের কাজ করার সময় রডের বান্ডেলে চাপা পড়ে মারাত্মক আহত হন রাকিব। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২০ এপ্রিল) রাতে তিনি মারা যান। এ খবর নিশ্চিত করেছেন নিহত রাকিবের চাচা মিলন হোসেন।
নিহত রাকিবের বাবা মমিনুর রহমান জানান, এক বছর হলো রাকিব সিঙ্গাপুর গিয়েছে। সে সিঙ্গাপুরে কনস্ট্রাকশনের কাজ করতো। গত ৩ এপ্রিল প্রতিদিনের মতো সে কাজে যায়। একপর্যায়ে ওই দিন বিকেল ৫টার দিকে ওপরে তোলার সময় টোশন ছিড়ে (দড়ি) রডের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যায়। সেখান থেকে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের উদ্ধারকারীরা এবং সহপাঠীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত ২০ এপ্রিল শনিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান (মফিজ) জানান, সিঙ্গাপুরে নিহত রাকিব আমার ইউনিয়নের ঘিবা গ্রামের বাসিন্দা। তার পরিবারের মাধ্যমে জেনেছি- সে সিঙ্গাপুরে কাজ করার সময় রড চাপায় মারা গেছে। এখন তার লাশটা কিভাবে দেশে আনা যায়। তার সার্বিক সহযোগিতা আমার পক্ষ থেকে করে যাচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা