কলারোয়ায় বাসে চাকায় পিষ্ট হয়ে সাইকেলচালক নিহত
- সাতক্ষীরা প্রতিনিধি
- ৩০ মার্চ ২০২৩, ১৯:৫৫
সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কলারোয়া উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ আব্দুল কাদের। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হলদেপোতা গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে।
পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস বেলা দেড়টার দিকে কলারোয়া উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের কাজিরহাট এলাকায় একটি বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে সাইকেলের চালক আব্দুল কাদের রাস্তায় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।