২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১, ২০ রবিউস সানি ১৪৪৬
`

মাগুরায় বাস-নসিমনের সংঘর্ষে হতাহত ১৫

মাগুরায় বাস-নসিমনের সংঘর্ষে হতাহত ১৫ - প্রতীকী ছবি

মাগুরায় বাস ও ইটবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে সজিব বিশ্বাস (২৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৪ জন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের জাগলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব বিশ্বাস শ্রীপুর উপজেলার ওয়াপদা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তিনি ওই নসিমনের চালক ছিলেন।

মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লিয়াকত হোসেন জানান, মাগুরা-যশোর মহাসড়কের জাগলায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সজিব বিশ্বাসকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ওসি আরো জানান, দুর্ঘটনায় আহত সাইফুল ইসলাম (২৫), মিলন মিয়া (৪০), শারমিন সুলতানা (২৩), মোশারফ হোসেন (৪০), জরিনা (৪৬), হাজেরা (৪০), মোহম্মদ আলী (৩০), সোহাগী (২৫), আনোয়ার (৩২) ও সাইদুলকে (২৫) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে।


আরো সংবাদ



premium cement
সাকিবের বিকল্প নয়, নিজের নামেই পরিচিত হতে চান মিরাজ দানার প্রভাবে পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে উপকূলীয় ১৪ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা জেলা ও মহানগরী জামায়াত আমিরদের নাম ঘোষণা যেভাবে ঘূর্ণিঝড় ‘দানা’র নামকরণ সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আনন্দ মিছিল ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে ঘূর্ণিঝড় দানা : রাঙ্গাবালী ও পায়রা বন্দর এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া কুয়াকাটায় ঘূর্ণিঝড় দানার আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত দানার প্রভাবে ভান্ডারিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, প্রস্তুত ৫২ আশ্রয়কেন্দ্র বেতাগীতে ঘূর্ণিঝড় দানায় কৃষকের মৃত্যু

সকল