চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ০৫ ডিসেম্বর ২০২২, ২৩:৪৪

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ইমরান হোসেন (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আলিফ হোসেন নামে আরো একজন।
সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা বেগমপুর কোটালি মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমরান দর্শনা বেগমপুর ঝাঝড়ি গ্রামের হাটপাড়ার ইকরামুল ইসলামের ছেলে ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দু`বন্ধু ইমরান ও আলিফ মোটরসাইকেল নিয়ে গ্রামে ঘুরতে যান। এ সময় বেগমপুর কোটালি মাঠ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা লাগে। আহত অবস্থায় দু`জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা