২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


দামুড়হুদায় নির্বাচনী সহিংসতায় আহত ৯, অস্ত্রসহ আটক ২

- ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের সদ্য সমাপ্ত নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন।

বুধবার রাতে তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা ও দর্শনা থানা পুলিশ আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, ঘটনার খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দু’জনতে আটক করে দর্শনা থানা পুলিশ। উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র। এছাড়াও একটি আলমসাধু ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

দু’পক্ষের আহত ৯ জন কর্মী-সমর্থকেরা হলেন ৬২ আড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৬০), একই এলাকার আহাদ আলীর স্ত্রী রাফিয়া বেগম, মৃত রহমানের ছেলে মহেদ আলী, আহাদের ছেলে শিমুল হোসেন, জিয়াউর রহমানের স্ত্রী মাছুরা খাতুন, জাহাঙ্গীরের স্ত্রী মমতাজ ও জিয়ারুলের স্ত্রী আশানুর রহমান, তিতুদহ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে হোসেন মিয়া (৪৫) ও একই এলাকার আছির উদ্দীনের ছেলে শামীম (২২)।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘নির্বাচন পরবর্তী বিরোধে দর্শনা থানাধীন ৬২ আড়িয়া গ্রামে দু’পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় উভয়পক্ষের আহত ছয় জনকে সদর হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থল থেকে দু’জনকে আটকও করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। তারপরেও ঘটনার তদন্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এছাড়া যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শুকুর আলী পাঁচ হাজার ৫৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মিজানুর রহমান টিপু (আনারস) পেয়েছেন চার হাজার ৩৭৯ ভোট।


আরো সংবাদ



premium cement
দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রইসি-আব্দুল্লাহিয়ান নিহত রইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া ডিএমপির অভিযানে গ্রেফতার ২২ ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে রইসির হেলিকপ্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে, কেউ বেঁচে নেই হোসেনপুরে তীব্র গরমে কদর বেড়েছে তালের শাঁসের ইরানের প্রেসিডেন্টের খোঁজে রাশিয়ার দল, তুরস্কের ড্রোন কঙ্গোর সেনাবাহিনী বলছে তারা রাজধানীতে অভ্যুত্থানের প্রচেষ্টা প্রতিহত করেছে আরাকান আর্মির বুথিডং শহর দখলের দাবি, আতঙ্কিত রোহিঙ্গারা ড্রোন আর মিসাইলের আধুনিক যুদ্ধেও কেন রাশিয়া দেড় শ’ বছরের পুরনো মোর্স কোড ব্যবহার করছে

সকল