২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


কুমারখালী ও খোকসায় আ’লীগকে ছাপিয়ে স্বতন্ত্রের জয়জয়কার

-

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ৩টি ও স্বতন্ত্র প্রার্থী ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছে। খোকসা উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী ৪টি ও স্বতন্ত্র ৫টিতে জয়ী হয়েছে।

রোববার ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে এ দুই উপজেলার ২০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেষে রাতে ভোট গণনাশেষে বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়।

কুমারখালী উপজেলার বিজয়ী চেয়ারম্যানেরা হলেন- চাপড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত এনামুল হক মনজু (নৌকা), সদকী ইউনিয়ন মিনহাজুল আবেদিন দ্বীপ (নৌকা), নন্দলাপুরের ইউনিয়ন জিয়াউর রহমান খোকন (স্বতন্ত্র), বাগুলাট আজিজুল হক নবা বিশ্বাস (নৌকা), কয়া মো: আলী হোসেন (স্বতন্ত্র), পান্টি হাফিজুর রহমান (স্বতন্ত্র), জগন্নাথপুর আব্দুল্লাহ আল-বাকী বাদশা (স্বতন্ত্র), শিলাইদহ তারেক গাজী বিপ্লব (স্বতন্ত্র), চাঁদপুর রাশেদুজ্জামান তুষার (স্বতন্ত্র), চরসাদীপুর মেছের আলী খান (স্বতন্ত্র) ও যদুবয়রা ইউনিয়নে মিজানুর রহমান (নৌকা)।

খোকসা উপজেলায় যারা বেসরকারীভাবে চেয়ারম্যান হয়েছেন- খোকসা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুল মালেক মোল্লা (নৌকা), শোমসপুর বদর উদ্দিন খান (আওয়ামীলীগ), জানিপুর হবিবর রহমান হবি (আওয়ামীলীগ), জয়ন্তী হাজরা টিপু (স্বতন্ত্র), আমবাড়িয়া আকমল হোসেন (স্বতন্ত্র), গোপগ্রাম‌ মোতালেব মেম্বার (স্বতন্ত্র), শিমুলিয়া কুদ্দুস (স্বতন্ত্র), ওসমানপুর ওহিদুল ইসলাম ডাবলু (স্বতন্ত্র) বিজয়। বেতবাড়িয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায়া জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাবুল আক্তার (নৌকা)।


আরো সংবাদ



premium cement
ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনায় আগ্রহী দুই দেশ সর্বজনীন পেনশন স্কিম ‘চাপিয়ে দেয়ার’ নিন্দা রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল আড়াইহাজারে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৪ কেমন ছিল রাইসির ব্যক্তিগত ও কর্মজীবন ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের রাইসির মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের শোক ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ম্যান সিটির রেকর্ড ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক অবিলম্বে ১০ম ওয়েজবোর্ডে গঠনের দাবি বিএফইউজের

সকল