২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


খুলনা বিভাগে করোনায় ৪৬ জনের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

খুলনা বিভাগেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছে এক হাজার ১৮৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৪৫ জনের মৃত্যু এবং এক হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়। এছাড়া খুলনায় ১১ জন, যশোরে ১১ জন, বাগেরহাট ও মেহেরপুরে তিনজন কওে, নড়াইল ও মাগুরায় ২ জন করে এবং ঝিনাইদহে একজন মারা যান।
২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৫৩ জন, বাগেরহাটে ৯৩ জন, সাতক্ষীরায় ১১২ জন, যশোরে ১৬৮ জন, ঝিনাইদহে ৮৯ জন, মাগুরায় ৩৭ জন, নড়াইলে ৪১ জন, কুষ্টিয়ায় ২২৩ জন, চুয়াডাঙ্গায় ১১০ জন এবং মেহেরপুরে ৬০ জন।


আরো সংবাদ



premium cement