০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ইবির অধীনে ফাযিল পরীক্ষার ফল প্রকাশ

-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ২০১৯ সালে অনুষ্ঠিত ফাযিল স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় রুটিন দায়িত্বপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমানের কাছে ফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ। এতে ৯৭ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

সূত্রমতে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল স্নাতক (সম্মান) ২য় বর্ষ পরীক্ষা ২০১৭ (অনিয়মিত), ৩য় বর্ষ পরীক্ষা ২০১৬ ও ২০১৭ (নিয়মিত), ৪র্থ বর্ষ পরীক্ষা ২০১৬ (নিয়মিত) এবং ৪র্থ বর্ষ পরীক্ষা ২০১৫ (মান উন্নয়ন) অনুষ্ঠিত হয় ২০১৯ সালের এপ্রিল-মার্চ মাসে। এতে ৪ টি বর্ষে মোট ২ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী। বুধবার পরীক্ষার ফল দায়িত্বপ্রাপ্ত ভিসির কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ, ভাপরপ্রাপ্ত প্রোক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন সহ ফল প্রকাশ কমিটির সদস্যরা।

পরীক্ষার ফলাফল বিশ^বিদ্যারয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

 


আরো সংবাদ



premium cement