১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় লিসানকে খুন!

নিহত লিসান - ছবি: সংগৃহীত

মাগুরায় রোববার দুপুরে সংঘটিত কলেজছাত্র লিসান খুনের ঘটনায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদের যোগসূত্র পেয়েছে সদর থানা পুলিশ। এ ঘটনায় লিসানের মূল হত্যাকারী সোহেলের এক সহযোগীকে রাতে আটক করা হয়েছে।

আটক রবিন (১৮) মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকার রেজাউল শেখের ছেলে। সে নিহত লিসানের সাথে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীতে পড়ে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ বিষয়ে জানান, মাগুরার সদর উপজেলার শিবরামপুর কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে উত্যক্ত করতো মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকার রবিন ও শামীম। এ ঘটনার প্রতিবাদ করায় লিসানের ওপর ক্ষুব্ধ হয় তার সহপাঠী রবিন ও শামীম। সেই সাথে লিসানকে মারার জন্য সোহেলকে ভাড়া করে তারা।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী শামীম ও রবিন আড্ডা দেবার কথা বলে লিসানকে কৌশলে দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা সরকারি কলেজ থেকে শিবরামপুরের মডার্ন মোড়ে নিয়ে আসে। সেখানে ধারালো ছুরি নিয়ে আগে থেকে ওৎ পেতে ছিল ভাড়াটিয়া খুনি সোহেল। লিসান মোটরসাইকেলযোগে মডার্ন মোড়ে আসামাত্রই সোহেল তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনার তদন্তে নেমে স্কুলছাত্রীকে উত্যক্ত করার যোগসূত্র পায়। একই সাথে রবীনকে আটক করে। আটক রবীন পুলিশের কাছে এ বিষয়ে স্বীকারোক্তি দিয়ে লিসান খুনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এছাড়া ওই স্কুল ছাত্রী উত্যক্ত করার বিষয়ে শামীম ও রবিনকে অভিযুক্ত করে পুলিশের কাছে জবানবন্দী দিয়েছে।


আরো সংবাদ



premium cement
কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’ মিয়ানমারের স্বর্ণের খনিসমৃদ্ধ এলাকা দখলে নিলো বিদ্রোহীরা ধর্ষণ মামলায় জুজুৎসুর সাধারণ সম্পাদক গ্রেফতার সেকান্দর সাফিয়া ফাউন্ডেশনের ‘বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত কিরগিজস্তানে বাংলাদেশী শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ সরকারি কেন্দ্রে ধান বেচতে পারে না কৃষক, লাভ খাচ্ছে দালালরা ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরি জীবন দিয়ে দেশবিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : বাহাউদ্দিন নাছিম পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার ধনবাড়ীতে পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে আসামি

সকল