১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


খুলনায় পুলিশ বক্সে হামলার ঘটনায় ২৫০ পাটকল শ্রমিকের বিরুদ্ধে মামলা

-

খুলনা মহানগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থিত পাবলা পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর এবং পুলিশ সদস্যদের মারধর ও কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জন পাটকল শ্রমিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এস আই) অমিত কুমার বাগচী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। তবে আজ শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, গত বৃহস্পতিবার সকালে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে একদল উচ্ছৃংখল শ্রমিক পাবলা পুলিশ বক্সে হামলা চালায়। তারা পুলিশ বক্স, পুলিশের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। তাদের হামলায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবুল বাশারসহ ৪ পুলিশ সদস্য আহত হন। তাছাড়া হামলাকারীরা পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহে বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট ও প্রতিদিন চার ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিন ছিল বৃহস্পতিবার। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন ও আলিম জুট মিলের শ্রমিকরা এ আন্দোলন কর্মসূচি পালন করে। ওই দিন কর্মসূচি চলাকালে সকাল ১০টার দিকে হঠাৎ করে পাটকল শ্রমিকরা নতুন রাস্তা মোড়স্থ পাবলা পুলিশ বক্সে হামলা চালায়। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর (ওসি) আবুল বাশার এবং কনস্টেবল রাতুল, মনির ও রায়হান আহত হন।


আরো সংবাদ



premium cement
ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব

সকল