০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : আমি একজন মুফতিকে বলতে শুনেছি যে, ইফতারিতে আগুনে তৈরি খাবার (বুট, পেঁয়াজু, বেগুনি ইত্যাদি) খাওয়া সুন্নাহ নয়, রাসূল সা: ইফতারিতে আগুনে তৈরি খাবার খেতেন না। ওই মুফতি বলেছেন, আপনারা ইফতারিতে ফল, পানি এসব খাবার খাবেন এবং আগুনে তৈরি খাবার যদি খেতে চান তবে তা নামাজের পর খাবেন, তাহলে ইফতারির সুন্নাত আদায় হবে। এ কথাটা কি সত্য?
ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর : ইফতারিতে যে কোনো হালাল খাবার খাওয়া যাবে। রাসূলুল্লাহ সা: খেতেন না তাই খাওয়া যাবে না এ কথা ঠিক নয়। খাবারের ক্ষেত্রে এমন বিধিনিষেধ ঠিক নয়। সূত্র : আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement