১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


গাজায় ১৩ হাজারের বেশি শিশু নিহত হয়েছে : ইউনিসেফ

- ছবি : এএফপি

গাজায় চলমান যুদ্ধে ইসরাইলের নির্বিচার হামলায় ১৩ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। জাতিসঙ্ঘ শিশু তহবিল ইউনিসেফ রোববার এ তথ্য জানিয়েছে।

ইউনিসেফ জানিয়েছে, গাজা উপত্যকায় অনেক শিশু খুবই অপুষ্টিতে ভুগছে। অপুষ্টির কারণে অনেক শিশুর ‘কান্নার মতো পর্যাপ্ত শক্তিও’ নেই।

সিবিএস নিউজ নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, ‘গাজায় আরো হাজারো শিশু আহত হয়েছে। কিন্তু এসব শিশু কোথায় আছে আমরা সেটাও জানি না।’

ক্যাথেরিন রাসেল আরো বলেন, ‘৭ অক্টোবরের পর থেকে গাজায় যে পরিমাণ শিশুর মৃত্যু হয়েছে, বিশ্বে আর কোনো সঙ্ঘাতে আমরা এমনটা দেখিনি।’

তিনি আরো বলেন, ‘আমি হাসপাতালের একটি শিশু ওয়ার্ডে গিয়েছিলাম। ওই ওয়ার্ডের শিশুরা মারাত্মক রক্তশূন্যতা আর অপুষ্টিতে ভুগছে। কিন্তু পুরো ওয়ার্ড একদম শান্ত ছিল। কারণ, অসুস্থ শিশুদের শরীরে কান্নার মতো শক্তি ছিল না।’

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসঙ্ঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে দুই বছরের কম বয়সী প্রতি তিনজন শিশুর একজন এখন মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরাইলি বাহিনীর নির্বিচার বোমা হামলার কারণে গাজা উপত্যকা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী, যা এখনো চলছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, পাঁচ মাসের বেশি সময়ে গাজায় ইসরাইলি হামলায় ৩১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। তাদের বেশির ভাগই নারী ও শিশু।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে : প্রধানমন্ত্রী কুষ্টিয়াতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ কুলাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১ রফতানি নীতিমালার খসড়া নীতিগত অনুমোদন ঈদের সরকারি ছুটি শুরুর আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার সিদ্ধান্ত ইটালিতে ১০৯ মাফিয়া সদস্য গ্রেফতার ফ্রান্সে হলোকস্ট মেমোরিয়ালে হামলা, মাক্রোঁর তীব্র সমালোচনা মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী নিহত ‘অস্ত্র তাক করলে মনে হতো মায়ের কাছে ফেরা হবে না’ জর্জিয়ার‘বিদেশী প্রভাব' আইন নিয়ে ভলকার তুর্কের গভীর দুঃখ প্রকাশ সাকিব- মাহমুদউল্লাহকে বিশেষ উপহার দিতে চান শান্ত, আছে চাওয়াও

সকল