১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


ডব্লিওএইচও জরুরি স্বাস্থ্য সহায়তার জন্য ১৫০ কোটি মার্কিন ডলার চেয়েছে

- ছবি - ইন্টারনেট

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা সোমবার বলেছে, ইউক্রেন এবং গাজাসহ স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে আটকে পড়া লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষাকারী সহায়তার জন্য ২০২৪ সালে দেড়শ’ কোটি মার্কিন ডলারের প্রয়োজন হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে, এই বছর বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি মানুষের মানবিক সহায়তা এবং সুরক্ষার প্রয়োজন হবে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস জেনেভায় একটি পণ্যবাহী জাহাজের প্রদর্শনী অনুষ্ঠানে বলেছেন এদের মধ্যে, ‘আনুমানিক ১৬ কোটি ৬০ লাখ মানুষের জীবন রক্ষাকারী মানবিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন হবে।’

তিনি বলেন, তার সংস্থার এটি করতে দেড় শ’ কোটি মার্কিন ডলারের প্রয়োজন হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার প্রধান বলেন, “২০২৪ শুরু হওয়ার সাথে সাথে ‘হু’ ইতোমধ্যে ৪১টি স্বাস্থ্য সঙ্কটে সাড়া দিচ্ছে। যার মধ্যে ১৫টি সর্বোচ্চ স্তরের জরুরি অবস্থায় রয়েছে।”

তিনি সতর্ক করে দিয়েছিলেন, যারা এই ধরনের সঙ্কটে পড়েছেন, তারা ‘একটি নতুন বছরের ট্রমামূলক সূচনার সম্মুখীন হচ্ছেন এবং এটি ২০২৩ এর শেষের দিকে আসে।’

ইউক্রেন থেকে সুদান থেকে গাজা পর্যন্ত সঙ্ঘাতের দীর্ঘ লাইনের তালিকা করে তিনি বলেছিলেন, ‘বিস্ময়করভাবে বিশ্বব্যাপী প্রতি পাঁচজনে একজন শিশু ২০২৩ সালে একটি সঙ্ঘাতপূর্ণ অঞ্চলে বসবাস করেছিল বা পালিয়ে গিয়েছিল।’

টেড্রোস ক্রমবর্ধমান জলবায়ু সঙ্কটকেও হাইলাইট করেছেন। তিনি বলেছেন, গত বছরটি মানব ইতিহাসে সবচেয়ে উষ্ণ ছিল বলে নির্ধারিত হয়েছে।

তিনি সতর্ক করে দিয়েছিলেন, এটা ‘স্বাস্থ্যের জন্য গুরুতর ক্ষতিকর। আফ্রিকাতে খরার কারণে ‘বিপর্যয়কর ক্ষুধা’ থেকে শুরু করে জলবায়ুর ক্ষকির প্রভাবের মাধ্যমে মারাত্মক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

টেড্রোস জোর দিয়ে বলেন, ‘যারা জরুরি অবস্থার মুখোমুখি হচ্ছেন, তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবাগুলোতে বাধা প্রায়ই জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য বোঝায়।’


আরো সংবাদ



premium cement
সরকারি প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে এলে কতটা লাভবান হবে? পুলিশের অভিযানে গুলিসহ পিস্তল উদ্ধার ব্যর্থতার পিছে পিছে সাফল্য আসে : কাদের সিদ্দিকী আগস্টে ৩ দিনের ফোবানা সম্মেলন নৈতিকতা সম্পন্ন মানুষ গড়াই আমাদের লক্ষ্য : অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান আফগানিস্তানে আকস্মিক বন্যায় দুই শতাধিক নিহত : জাতিসঙ্ঘ হিসাব ব্যবস্থায় সংস্কার প্রয়োজন : অর্থমন্ত্রী শাহবাগে চাকরিপ্রত্যাশীদের অবরোধ বঙ্গোপসাগরে এমভি আবদুল্লাহ, কুতুবদিয়ায় পৌঁছাবে সোমবার নিখোঁজ ব্যক্তি মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠান থেকে উদ্ধার, কিডনি নেয়ার অভিযোগ ইসরাইলকে দেয়া সকল সহায়তা বন্ধ করতে ইচ্ছুক বাইডেন : ট্রাম্প

সকল