২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


জাতিসঙ্ঘের মানবিধার কাউন্সিলে প্রত্যাবর্তনের প্রচেষ্টায় ব্যর্থ হলো রাশিয়া

জাতিসঙ্ঘের মানবিধার কাউন্সিলে প্রত্যাবর্তনের প্রচেষ্টায় ব্যর্থ হলো রাশিয়া - সংগৃহীত

রাশিয়া, জাতিসঙ্ঘের বিতর্কিত মানবাধিকার পরিষদে তার আসন ফিরে পাবার প্রচেষ্টায় মঙ্গলবার ব্যর্থ হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ২০২২ সালের এপ্রিল মাসে সাধারণ পরিষদ দেশটির সদস্যপদ স্থগিত করে।

হিউমান রাইটস ওয়াচের জাতিসঙ্ঘ পরিচালক লুই শারবোনো বলেন, জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলো, রাশিয়ার নেতৃত্বের কাছে এ মর্মে এক শক্ত বার্তা পাঠায় যে- যে সরকার অসংখ্য যুদ্ধাপরাধ এবং মানবতার প্রতি অপরাধের জন্য দায়ী, তারা মানবাধিকার পরিষদের সদস্য হতে পারে না।

গোপন ব্যালটে নেয়া এই ভোটে, আলেবিনয়া, বুলগেরিয়া ও রাশিয়া পূর্ব ইউরোপীয় আঞ্চলিক গ্রুপের জন্য নির্দিষ্ট দু’টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। সর্বোচ্চ ৯৭ ভোটের প্রয়োজন ছিল। মস্কো পায় ৮৩টি ভোট, বুলগেরিয়া পায় ১৬০টি ভোট এবং আলবেনিয়া পায় ১২৩ ভোট।

ভোটের আগেই অধিকার কর্মীরা সতর্ক করে দিয়েছিলেন যে- ইউক্রেনে নৃশংসতা চালানোর পাশাপাশি, সেই আক্রমণের সময় থেকে ক্রেমলিন দেশের ভেতরেও অভ্যন্তরীণ অধিকার ও স্বাধীনতার উপর বিধিনিষেধ খুব কড়াকড়িভাবে প্রয়োগ করছে। আর তাই দেশটি মানবাধিকার পরিষদে ফিরে আসার যোগ্যতা রাখে না।

৪৭ সদস্য বিশিষ্ট জেনেভাভিত্তিক এই অধিকার সংগঠনে তিন বছর মেয়াদের সদস্যপদ লাভের জন্য ১৫টি আসন ছিল।

বিজয়ীরা তাদের তিন বছর মেয়াদের এই দায়িত্ব গ্রহণ করবেন ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
ফের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ মিরপুরে ব্যাটারি চালিত রিক্সাচালক ও পুলিশ সংঘর্ষ : আহত অর্ধশত লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার গুরুতর আঞ্চলিক সঙ্কটে পরিণত হয়েছে রোহিঙ্গা সমস্যা : পররাষ্ট্রমন্ত্রী

সকল