০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৩ জিলকদ ১৪৪৪
`

করোনা আক্রান্ত ৬৭ কোটি ৫০ লাখ ছাড়াল


মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৬৭ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫০ লাখ ৩৩ হাজার ১৫২ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৬০ হাজার ৯২১ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ৭৪ লাখ ১১ হাজার ৫৩২ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৫৬২ জনে। মোট মারা গেছে ১১ লাখ ৩২ হাজার ৭১৯।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৭৮৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৪০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৪৫১ জন। আর মারা গেছে এক লাখ ৬৪ হাজার ১৭৬ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ৭৭৩ মানুষ। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৫৬৩ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৮ লাখ নয় হাজার ৬০৮ জন। মারা গেছে ছয় লাখ ৯৬ হাজার ৮৯২ জন মানুষ।


আরো সংবাদ


premium cement
রশিদ খানকে টেস্টে ভয় পান না আকরাম, আফগানিস্তানকে করছেন সমীহ কৃষি মন্ত্রণালয় অনুমোদন দিলেই পেয়াজ আমদানী : বাণিজ্যমন্ত্রী বসিক নির্বাচন : প্রার্থীদের বিরামহীন প্রচারণা বাজেটে ঋণের ওপর অতি নির্ভরতায় যেসব সঙ্কট হতে পারে আটলান্টিক পেরিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না : প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় লোডশেডিং আশঙ্কাজনকভাবে বেড়েছে : প্রতিমন্ত্রী দাদা আল্লামা ইয়াহইয়ার বিদায়ের কয়েক ঘণ্টা পর নাতি ‘ইয়াহইয়া’র জন্ম ভারতে আড়াই লাখ কেজি দরে নিলামে আম বিক্রি ইভিএমই ভোট প্রয়োগের একমাত্র সঠিক মাধ্যম : ইসি আহসান হাবিব ব্রাহ্মণপাড়ায় সাইনবোর্ড থাকলেও নেই কোনো পারিবারিক পুষ্টি বাগান ডিআইটি পুকুর রক্ষার মানববন্ধনে পুলিশী বাধায় ‘বিএনসিএ’র নিন্দা

সকল