২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯, ২ রমজান ১৪৪৪
`

করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে


বিশ্বব্যাপী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। আক্রান্ত হয়েছে তিন লাখ ১৬ হাজার ১৯ জন আর মারা গেছেন এক হাজার ২৬৬ জন।

গতকাল সোমবার আক্রান্ত হয়েছিল চার লাখ ৫৬ হাজার ৭০৩ জন। আর মারা গিয়েছিল ৯৮৬ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ৬৫ লাখ ১০ হাজার ২৪৫ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৩৭ হাজার ৬৩০ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৮২৯ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি পাঁচ লাখ সাত হাজার ৯২৮ জনে। মোট মারা গেছে ১১ লাখ চার হাজার ৮৭৯ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৭৩ হাজার ১৭০ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬১৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৬ লাখ ৮৬ হাজার ৬০৩ জন। আর মারা গেছে এক লাখ ৫৮ হাজার ৭৭১ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৭১৭ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৭ হাজার ৬৫৭ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫২ লাখ ২৯ হাজার ৭৪৫ জন। মারা গেছে ছয় লাখ ৮৯ হাজার ৬০১ জন।


আরো সংবাদ


premium cement
২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস রূপপুর প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িচালকের লাশ উদ্ধার বিএনপিকে আমন্ত্রণের সিদ্ধান্ত হঠাৎ হয়নি : ইসি কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত আইপিএল খেলতে গিয়ে সতীর্থদের জন্য ক্রীড়া সামগ্রী আনতেন সাকিব দেশে গণপ্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠার আহ্বান জামায়াতের বান্দরবানে আগুনে পুড়ল ৩০টি দোকান ও ১৫টি ঘর তাঁতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের যুবক সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ দুর্নীতি, আবারো সমস্যায় মমতা ব্যানার্জির দল

সকল