০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


করোনায় মৃত ও আক্রান্ত কমেছে

- ছবি - সংগৃহীত

মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ১৮ লাখ ১০ হাজার ১৬ জন।

এর আগে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ২০ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। মারা গিয়েছিলেন আরো ছয় হাজার পাঁচজন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৬১৪ জন। মারা গেছেন ৬০ লাখ ৯৩ হাজার ৮২৭ জন। আর সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৯২ লাখ ৯৮ হাজার ৮১৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৫৯০ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৯৭ হাজার ১৩৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ৩০ লাখ পাঁচ হাজার ৯১৪ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন পাঁচ লাখ ১৬ হাজার ৩৮১ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ৩৯৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৮৬৭ জনের।


আরো সংবাদ



premium cement