১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


জ্বর হলেই ডাক্তারের কাছে যেতে হবে : পরীক্ষা করেই নিশ্চিত হতে হবে

ডেঙ্গু - ছবি : সংগৃহীত

মশা বাড়ছেই, ফলে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সিটি করপোরেশনের ওষুধে মশা মরছে না। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো এক চিকিৎসক মারা গেছেন। ঢাকায় নিযুক্ত জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধি মিয়া সিপপো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গতকালও রাজধানীতে ৪০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাবে মারা গেছে মাত্র পাঁচজন। কিন্তু বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ২২-এর অধিক। ডেঙ্গু জ্বরে বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে গেছে বলে এবার জ্বর হলে অপেক্ষা না করে হাসপাতালে গিয়ে অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেয়া হয়েছে। মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, এবার ডেঙ্গুর সেরো টাইপ পরিবর্তনের কারণে জ্বর হতেই হেমোরেজিক অথবা শক সিনড্রোমে চলে যাচ্ছে রোগী। 

হবিগঞ্জের সিভিল সার্জন ডা: শাহাদাত হোসেন হাজরা গতকাল মারা গেছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। তাকে চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের রেডিওলজির চিকিৎসক ডা: নিগার নাহিদ দিপু নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়। নিগার নাহিদ দিপু রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউ-এ চিকিৎসা নিচ্ছিলেন।

বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এ বি এম আব্দুল্লাহ জানিয়েছেন, এবারের ডেঙ্গু জ্বরে তাপমাত্রা ১০১ ডিগ্রির বেশি উঠছে না। আগের মতো র্যাশ (শরীরে লাল লাল ছোপ) দেখা যায় না, রক্তক্ষরণও হয় না। আগের মতো হাড়ে বা শরীরের সংযোগস্থলে ব্যথা হয় না। ফলে অনেকে বুঝতেই পারেন না যে তিনি ডেঙ্গু আক্রান্ত। এ কারণে আক্রান্ত নিজে অথবা তার অভিভাবক জ্বরকে প্রথমে গুরুত্বই দিতে চান না। কিন্তু জ্বর থেকে সেরে ওঠার পরও প্লাটিলেট (রক্তের সাদা অংশ) ভেঙে ব্লাড প্রেশার কমে যায়। জ্বরের সাথে বমি ও লুজ মোশনও (পাতলা পায়খানা) ডেঙ্গুর লক্ষণ। ফলে এবার মৃত্যুর হার বেশি। এবারের ডেঙ্গু হেমোরেজিক নয়, শকড সিনড্রোমের রোগী বেশি।
রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মিরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, জ্বর হলেই হাসপাতালে অথবা চিকিৎসকের কাছে যেতে হবে। বসে থেকে অপেক্ষা করা উচিত হবে না। কারণ এবার ডেঙ্গু হলেই বেশি জ্বর না হয়ে হেমোরেজিক হয়ে যাচ্ছে। 

ডেঙ্গুর বিপদ সম্বন্ধে রাজধানীর মহাখালীর বাসিন্দা মো: মাহবুবুর রহমান বলেন, এবারের ডেঙ্গু ব্যতিক্রম বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়েছে। ডেঙ্গুর এ মওসুমে রাজধানী ঢাকায় মশার রাজত্ব যেন। সিটি করপোরেশনের ওষুধে মশা মরে না। আবার ব্যক্তিগত উদ্যোগে বাজার থেকে যারা মশার ওষুধ কিনে বাসা-বাড়িতে স্প্রে করছেন সেগুলোও অকার্যকর। বিপদে পড়েছেন রাজধানীবাসী। 

গতকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৩ জন, ঢাকা শিশু হাসপতাালে ১২, মিটফোর্ড হাসপাতালে ৩৮, সোহরাওয়ার্দীতে ৩৩, রেড ক্রিসেন্ট হাসপাতালে ৪৫, বারডেমে ৮, পুলিশ হাসপাতালে ১৫, মুগদা হাসপাতালে ২৮, বিজিবি হাসপাতালে ৫, কর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯ এবং বেসরকারি হাসপাতালগুলোতে ১২৩ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডেঙ্গু হেমোরেজিকে দুইজন এবং শক সিনড্রোমে আক্রান্ত একজন।


আরো সংবাদ



premium cement
গাজায় নিজেদের গুলিতে পাঁচ ইসরাইল সেনা নিহত ৪ হাজার কর্মী ছাঁটাই করবে তোশিবা নাইক্ষ‍্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর অন্য দেশেও এর কার্যক্রম চালাবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশের সাথে আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তায় অবদান রাখতে আগ্রহী অস্ট্রেলিয়া ২০৪১ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন চায় বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূত ও ইউএনএইচসিআর প্রতিনিধির সাক্ষাৎ বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : ডিএমপি কমিশনার চামড়া শিল্পকে বাঁচাতে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়াতে হবে : পরিবেশমন্ত্রী প্রার্থিতা দিতে হাইকোর্টের আদেশ বাতিল, সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইতালিয়ান-থাইয়ের শেয়ার হস্তান্তরের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

সকল