২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


অ্যাপথাস আলসার

-

মুখে যত রকমের ক্ষত হয় অ্যাপথাস আলসার তাদের মধ্যে সবচেয়ে বেশি হয় এবং প্রায় সবাই কমবেশি এই অ্যাপথাস আলসারের সাথে পরিচিত।
অ্যাপথাস আলসারের কারণ : অ্যাপথাস আলসারের একেবারে সঠিক কোনো কারণ পাওয়া যায়নি। তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপথাস হতে পারে তা নি¤œরূপ :
০১. বংশগতভাবে অনেক সময় অ্যাপথাস আলসার হয়ে থাকে।
০২. আঘাতের ফলে হতে পারে। অনেক সময় দেখা যায় দাঁত ব্রাশ করার সময় মুখের কোথাও ব্রাশের খোঁচায় মুখের নরম টিস্যু আঘাতপ্রাপ্ত হলে অ্যাপথাস আলসারের রূপ নিতে পারে।
০৩. ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে হতে পারে। যেমনÑ স্ট্রেপটোকক্কাল ইনফেকশন।
০৪. রোগ প্রতিরোধের অস্বাভাবিকতা দেখা দিলে হতে পারে।
০৫. দুশ্চিন্তা, মানসিক অবসাদ, উদ্বিগ্নতা ও রাত জাগার কারণে হতে পারে।
০৬. ভিটামিন বি১২-এর অভাবে, আয়রনের অভাবে বিশেষ করে ফলিক এসিডের অভাব, মেয়েদের পিরিয়ডের সময় হতে পারে।
০৭. হরমোনের অভাবে হতে পারে।
০৮. হজমে সমস্যা থাকলে হতে পারে।
কোথায় হয় : গালের নরম অংশে, জিহ্বার পাশে, ঠোঁটের ভেতরে ও মাড়িতে বেশি হয়।
কাদের বেশি হয় : ষ ছেলেদের বেশি হয়।
ষ বয়স্কদের বেশি হয়।
ষ পেশাদার শ্রমিক, ক্লার্কদের এবং অধূমপায়ীদের বেশি হয়।
অ্যাপথাস আলসারের ক্ষত স্থানটি পাঁচ-সাত মিলিমিটার পর্যন্ত হতে পারে। এই ঘায়ের মধ্যকার অংশ হলদে সাদা বর্ণের এবং বাইরে লাল রঙের লাইন দিয়ে সীমাবদ্ধ থাকে। এটা সাত থেকে ১০ দিনের মধ্যেই ভালো হয়ে যায়। তবে এতে প্রচণ্ড ব্যথা হয়। রোগী খেতে পারে না। মুখ নাড়াচাড়া করতেও সমস্যা হয়।
চিকিৎসা : অ্যাপথাস আলসার নিজে নিজেই সেরে যায়। নিজে নিজেই এটা ছয় থেকে ১০ দিন থাকে। তারপর ভালো হয়ে যায়। তবে এর কিছু চিকিৎসা করলে রোগী আরাম পায়।
ষ টেট্রাসাইক্লিন নিয়ে কুলি করলে ভালো হয়;
ষ টাইঅ্যামাসিনোলোন দাঁতের পেস্ট ব্যবহার করা যায়;
ষ এ ছাড়া পাইরালভেক্স লোশন ব্যবহারেও ভালো হয়।

লেখিকা : ডাইরেক্টর ও ডেন্টাল সার্জন, নাহিদ ডেন্টাল কেয়ার, ১১৭/১, এলিফ্যান্ট রোড, ঢাকা।
ফোন : ০১৭১২-২৮৫৩৭২


আরো সংবাদ



premium cement
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সকল