১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


১ বছরের মধ্যে প্রথম পরাজয়ের স্বাদ পেল স্পেন

- ছবি : বাসস

প্রায় এক বছর সময়ের মধ্যে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে স্পেন ফুটবল দল। শুক্রবার গতকাল লন্ডনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া।

ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজের দ্বিতীয়ার্ধের গোলে কলম্বিয়ার জয় নিশ্চিত হয়। এই গোলের পিছনে লুইস ডিয়াজের দুর্দান্ত অবদান ছিল। জার্মানিতে গ্রীষ্মে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে স্পেনের এই হতাশাজনক পরাজয় সকলকে দুশ্চিন্তায় ফেলেছে। গত বছরের নেশন্স লিগ বিজয়ী স্পেন ইউরো ২০১২-তে শিরোপা জয়ের পর দীর্ঘ ১১ বছর বড় কোনো টুর্নামেন্টের জয়ী হতে পারেনি। কোচ লুইস ডি লা ফুয়েন্তের অধীনে এটা তাদের দ্বিতীয় পরাজয়।

এর আগে গত বছর ইউরো ২০২৪ বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল স্পেন। এই হারের পর কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও পরবর্তীতে নিজেকে কিছুটা চাপমুক্ত করতে পেরেছিলেন ডি লা ফুয়েন্তে।

কলম্বিয়ার বিপক্ষে পরীক্ষামূলক দল নিয়ে মাঠে নেমেচিলেন ডি লা ফুয়েন্তে। রক্ষনভাগে কাল অভিষেক হয়েছে অ্যাথলেটিক বিলবাওয়ের ডিফেন্ডার ডানি ভিভিয়িানের। অন্যদের সাথে আরো বিশ্রামে ছিলেন অধিনায়ক রড্রি।

এর আগে বৃহস্পতিবার ডি লা ফুয়েন্তে বলেন, ‘স্প্যানিশ ফেডারেশনের সাম্প্রতিক বেশ কিছু ঝামেলার পর স্পেনে এখনো ফুটবল সকলের মনে গেঁথে আছে। দুর্নীতির অভিযোগে এ সপ্তাহেই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সদর দফতরে পুলিশ হানা দেয়।

নেস্তো লোরেঞ্জোর উজ্জীবিত কলম্বিয়ার বিপক্ষে স্পেন কখনই জ্বলে উঠতে পারেনি। গত প্রায় দুই বছরে টানা ২০ ম্যাচে অপরাজিত রয়েছে কলম্বিয়া।

স্প্যানিশ কোচ ডি লা ফুয়েন্তে বলেন, ‘জয়ের তুলনায় পরাজয়ের ম্যাচে বেশি দেখা যায়। আজকের ম্যাচটা বেশ কঠিন ছিল। আমরা কিছু জিনিস দারুণ করেছি। কিন্তু আরো বেশ কিছু জায়গায় আমাদের উন্নতির প্রয়োজন রয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধ, বিরতির পর আমরা বেশ কিছু ম্যাচেই আর প্রতিরোধ গড়তে পারিনি।’

আলেহান্দ্রো গ্রিমালডোর ক্রস থেকে ভিভিয়ানের হেড ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। গ্রিমালডো বেশ কিছু ভাল বল যোগান দিলেও ফরোয়ার্ডরা তা কাজে লাগাতে পারেননি। জেরার্ড মোরেনোর ভলি দারুণভাবে রুখে দেন গোলরক্ষক ক্যামিলো ভারগাস। কাল স্টেডিয়ামে বেশিভাগ সমর্থকই ছিলেন কলম্বিয়ার পক্ষে। লিভারপুলের তারকা উইঙ্গার ডিয়াজের ম্যাচ উপভোগ করতেই তারা মূলত মাঠে এসেছিলেন।

রিয়াল মাদ্রিদের সাবেক প্লেমেকার হামেস রদ্রিগেজ দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার হয়ে মাঠে নামেন। অভিজ্ঞ এই তারকাকে দলে পেয়ে কলম্বিয়া যেন আরো উজ্জীবিত হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় ৬১ মিনিটে বামদিক থেকে ডিয়াজের ক্রসে মুনোজ অ্যাক্রোবেটিক ভঙ্গিমায় দুর্দান্ত এক গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন।

টটেনহ্যাম ডিফেন্ডার পেড্রো পোরো সমতা প্রায় ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তার ভলি অল্পের জন্য সাইড নেটে লেগে বাইরে চলে যায়। বাসেলোনার ১৭ বছর বয়সী ডিফেন্ডার পও কুবারিসর কাল ম্যাচের শেষভাগে আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ক্লাব ও জাতীয় দলের সতীর্থ লামিন ইয়ামালের পরে স্পেনের সবচেয়ে কম বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কুবারসির অভিষেক হলো। শেষ মুহূর্তে মিকেল মোরিনোর শট বারের উপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় স্পেনকে।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (২৬ মার্চ) মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে পরের প্রীতি ম্যাচে ব্রাজিলের মোকাবেলা করবে স্পেন। কোপা আমেরিকাকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে কলম্বিয়া একই দিন রোমানিয়ার মোকাবেলা করবে।

সূত্র : বাসস/এএফপি


আরো সংবাদ



premium cement