২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯, ৩ রমজান ১৪৪৪
`

সরে দাঁড়ালেন এনরিকে, নতুন কোচের নাম ঘোষণা

লুইস এনরিকে। - ছবি : সংগৃহীত

স্পেন জাতীয় ফুটবল দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লুইস এনরিকে। ২০২২ কাতার বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে মরক্কোর কাছে পেনাল্টি শ্যুট আউটে হেরে বাদ পড়েছে লা রোজারা। আর তারপরই এল এনরিকের দায়িত্ব ছাড়ার খবর। এদিকে নতুন কোচের নাম ঘোষণা করতে বেশি সময় নেয়নি আরএফইএফ। লুই ডে লা ফন্টে হচ্ছেন এনরিকের উত্তরসূরি।

গ্রুপ পর্বে কোস্টারিকাকে ৭-০ ও জার্মানির সাথে ১-১ গোলে ড্র করলেও তৃতীয় ম্যাচে জাপানে কাছে ২-১ গোলে হেরে যায় স্পেন। ফলে 'ই' গ্রুপে দ্বিতীয় হওয়া স্পেনের খেলা পড়ে মরক্কোর সাথে। সেই ম্যাচটি পেনাল্টি শ্যুট আউটে গড়ায়। স্পেনের হয়ে পাবলো সারাবিয়া, কার্লোস সোলার ও সার্জিও বুস্কেটস প্রথমে পেনাল্টি নিতে এলেও তিনজনের কেউই মরক্কোর জালে একটি গোলও করতে পারেননি। অথচ ম্যাচের আগে এনরিকে গণমাধ্যমে বলেছিলেন এক হাজার পেনাল্টি শুট আউটের অনুশীলন করেছে তার দল।

এই হারের সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করলেন লুইস এনরিকে। এনরিকের পদত্যাগপত্র গ্রহণ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

২০১৮ সালে বিশ্বকাপ চলাকালে জুলেন লোপেতেগির স্থলাভিষিক্ত হন লুইস এনরিকে। এই বছরের শেষ পর্যন্তই তার চুক্তি ছিল।

পায়ে বল দখলে রেখে পাসিং ফুটবলে দারুণ দক্ষ হয়ে স্প্যানিশ দল। কিন্তু একজন দক্ষ ফিনিশার বা গোলস্কোরারের অভাব সময়ে সময়ে দেখা দিচ্ছিল দলটিতে। আর এবারের বিশ্বকাপে সেখানেই মার খেয়ে গেল স্পেন।


আরো সংবাদ


premium cement
নড়িয়ায় বজ্রপাতে তিন জেলের মৃত্যু যুক্তরাষ্ট্রে টর্নেডো : একটি শহর প্রায় পুরোপুরি ধ্বংস, নিহতের সংখ্যা বেড়ে ২৬ রমজান উপলক্ষে সোমবার থেকে অফিস-ব্যাংকে নতুন সময়সূচি দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত ৮ ডেঙ্গুতে নতুন মৃত্যু ও আক্রান্ত নেই সুশাসন ও মজবুত গণতন্ত্র ছাড়া স্বাধীনতা অর্থবহ হবে না : হারুনুর রশিদ খান স্বাধীনতার অর্ধশতাব্দি পরেও জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি পূরণ হয়নি : আব্দুস সবুর ফকির ভারতে ২-৪ বছর সাজাভোগ শেষে দেশে ফিরল বাংলাদেশী ৯ নারী ও শিশু সামরিক জোট গড়ছে না চীন ও রাশিয়া : পুতিন সেহরি জন্য ডাকতে ৩ হাজার ৪০০ ঢোল বাজানো হয় যে শহরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আয়ারল্যান্ডের অধিনায়ক বদল

সকল