প্রথমার্ধ শেষে এগিয়ে ইকুয়েডর
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০২২, ২৩:০১, আপডেট: ২০ নভেম্বর ২০২২, ২৩:০৪
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধ শেষে স্বাগতিক কাতারের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে ইকুয়েডর। ইকুয়েডরের হয়ে দুইটি গোলই করেছেন এনের ভ্যালেন্সিয়া।
ম্যাচের শুরুতেই লিড পায় ইকুয়েডর। কিন্তু ভিএআর চেক করে দেখা যায় গোলটি অফসাইড হয়েছে। তাই গোলটি বাতিল হয়। এরপর ১৫ মিনিটে কাতারের গোলকিপার বল ধরতে গিয়ে ভ্যালেন্সিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় ইকুয়েডর। এরপর ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন ভ্যালেন্সিয়া।
এরপর ম্যাচের ৩১ মিনিটে এঞ্জেলো প্রিসিয়াডোর এসিস্ট থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন ক্যাপ্টেন ভ্যালেন্সিয়া। শেষে গোল পরিশোধ করার সুযোগ পেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি কাতার। ফলে প্রথমার্ধ শেষে ইকুয়েডর এগিয়ে রয়েছে ২-০ ব্যবধানে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা