২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শীর্ষ স্থান দখলের লড়াই মেসিদের, তোপ কোমানের

শীর্ষ স্থান দখলের লড়াই মেসিদের, তোপ কোমানের -

জমজমাট লা লিগা! বার্সেলোনা কি পারবে দু’বছর পরে ফের স্পেনীয় লিগে সেরা হতে? আজ, শনিবার আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের ওপরেই নির্ভর করছে লিয়োনেল মেসিদের লা লিগা-ভাগ্য।

৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষ স্থানে রয়েছে লুইস সুয়ারেসদের আতলেতিকো দে মাদ্রিদ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দু’দলেরই ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট। গোল পার্থক্যে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছেন করিম বেঞ্জেমারা। তিনে মেসিরা। শনিবার ক্যাম্প ন্যু-তে জিতলেই অবশ্য ছবিটা বদলে যাবে। শীর্ষ স্থান দখল করবে বার্সেলোনা।

২০১৮-’১৯ মৌসুমে শেষ বার লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। তার পর থেকে শুধুই হতাশা। প্যারিস সাঁ জারমাঁ-র কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিলেন মেসিরা। এই মৌসুমে বার্সেলোনা জিতেছে শুধু কোপা দেল রে ট্রফি।

মহারণের আগে বার্সা শিবিরে যদিও খুব একটা স্বস্তি নেই। ম্যানেজার রোনাল্ড কোমান থাকতে পারবেন না দলের সাথে। গ্রানাদার বিরুদ্ধে ম্যাচে তিনি লাল কার্ড দেখেছিলেন। দু’ম্যাচ নির্বাসিত হয়েছেন তিনি। বার্সেলোনা আবেদন করেছিল কোমানের শাস্তি মকুবের। কিন্তু তা খারিজ করে দিয়েছে লা লিগা। আতলেতিকোর বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে বসতে না পারলেও শুক্রবার অনুশীলন করিয়েছেন কোমান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার দুশ্চিন্তা কিছুটা কমেছে জেরার্ড পিকে ও মার্টিন ব্রেথওয়েট সুস্থ হয়ে মাঠে ফেরায়।

ক্ষুব্ধ কোমান সাংবাদিক বৈঠকে লা লিগা কর্তাদের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, ‘আমাকে দু’ম্যাচ নির্বাসিত করার কোনো যুক্তি নেই। এর মধ্যে অন্য কোনো ব্যাপার রয়েছে। যার গভীরতা অনেক বেশি। আমার বিরুদ্ধে পুরো সিদ্ধান্তটাই ব্যক্তিগত আক্রোশ থেকে নেয়া হয়েছে বলে মনে করি।’

শনিবার বার্সেলোনা বনাম আতলেতিকো দ্বৈরথের দিকে তাকিয়ে থাকবে রিয়ালও! এই ম্যাচ ড্র হলে সব চেয়ে সুবিধে হবে তাদের। রোববার সেভিয়ার বিরুদ্ধে জিতলেই এক নম্বরে উঠে আসবে ভিনিসিয়াস জুনিয়রেরা।
সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল