১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ম্যানসিটির প্রথম টানা দ্বিতীয় জয়

ম্যানসিটির প্রথম টানা দ্বিতীয় জয় - ছবি : সংগৃহীত

চলতি লিগের শেষ নয়টি ম্যাচে দেখা যায়নি এমন। কখনো ড্র, কখনো জয় কিংবা হার। দেখা মেলেনি টানা দ্বিতীয় জয়। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার সেই কাজটি করে দেখালো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলা শিবির। আগের ম্যাচে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।

ঘরের মাঠে পাঁচ মিনিটেই প্রথম গোলের দেখা পায় সিটি। ডি ব্রুইনের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল করেন রাহিম স্টার্লিং (১-০)।

২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। সফল স্পট কিকে গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনে। ডি-বক্সে স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। গার্দিওলার কোচিংয়ে প্রিমিয়ার লিগে এটি সিটির ৪০০তম গোল। যা এলো ১৬২ ম্যাচে।
ম্যাচের বাকি সময়ে গোলের সুযোগ তৈরি করলেও কাজের কাজ হয়নি। শেষ অবধি ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিক ম্যানসিটিকে।

স্কোর কম হলেও ম্যাচে প্রবল আধিপত্য ছিল সিটির। সত্তর ভাগ বল দখলের ম্যাচে লক্ষ্যে সিটি শট নিয়েছে ৬টি। সেখানে ফুলহ্যাম নিয়েছে মাত্র একটি। সিটি নয় কর্নার আদায় করলেও ফুলহ্যাম পেরেছে মাত্র তিনটি।

১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সিটি। ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে ফুলহ্যাম।


আরো সংবাদ



premium cement