২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ম্যারাডোনাকে ক্ষমা করেননি শিলটন

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন পিটার শিলটন। - ছবি : সংগৃহীত

দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন পিটার শিলটন। আর্জেন্টাইন এই মহাতারকাকে এর জন্য কখনো ক্ষমা করবেন না বলে অনেকবারই ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক শিলটন। প্রতারণার জন্য ক্ষমা না চাওয়ায়, এখনো আর্জেন্টাইন কিংবদন্তির স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।

পুরো পৃথিবীকে শোকে ভাসিয়ে বুধবার চিরবিদায় নিয়েছেন ম্যারাডোনা। শোকাহতদের দলে আছেন শিলটনও। তবে ৩৪ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে করা ম্যারাডোনার বিতর্কিত ওই গোলের ক্ষত এখনো তরতাজা তার বুকে। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার করা সেই গোল ফুটবল ইতিহাসের গল্পগাঁথায় অমর হয়ে থাকবে। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ইংলিশ গোলরক্ষক শিলটনের চেয়ে অনেকটা লাফিয়ে বাঁ হাত বাড়িয়ে তিনি হেডের ভঙ্গিমায় খুঁজে নেন জাল। ইংলিশ খেলোয়াড়রা হ্যান্ডবলের দাবি জানাতে থাকলেও সাড়া দেননি রেফারি আলি বিন নাসের।

ডেইলি মেইলে নিজের কলামে ৭১ বছর বয়সী শিলটন লিখেছেন, এটা ছিল পরিষ্কার ধোঁকা। তিনি বলেন, ‘এটি পরিষ্কার অপরাধ। প্রতারণা। উদযাপনের জন্য ছুটে যাওয়ার সময় সে দুইবার পেছনে ফিরে তাকিয়েছিল, রেফারির বাঁশি বাজে কি-না দেখার জন্য। কারণ সে জানত, সে কী করেছে। রেফারি ও দুই লাইন্সম্যান ছাড়া বাকি সবাই জানত।’

ওই গোলের চার মিনিটের মাথায় অবিশ্বাস্য এক গোল করেন ম্যারাডোনা। ইংল্যান্ডের প্রায় অর্ধেক খেলোয়াড়কে কাটিয়ে জাল খুঁজে নেন তিনি। পরে সেটি ‘দ্যা গোল অব দ্যা সেঞ্চুরি’র মর্যাদা পায়।

ম্যাচটি শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে নেয় আর্জেন্টিনা। তবে শিলটন ইংল্যান্ডের হারের জন্য প্রথম গোলটিকেই দায় দিচ্ছেন। শিলটন বলেন, ‘কে কি বলছে আমি জানি না, ওই গোলটিই আর্জেন্টিনাকে ম্যাচ জিতিয়েছিল। প্রায় সাথে সাথেই সে দ্বিতীয় দুর্দান্ত গোলটি করেছিল। কিন্তু আমরা তখনো কয়েক মিনিট আগে কী ঘটেছিল, সেই ভ্রমে ছিলাম এটা আমাকে বছরের পর বছর জ্বালিয়েছে। আমি এখন সেটা নিয়ে মিথ্যা বলতে পারব না।’

তিনি আরো বলেন, ‘ফুটবল মাঠে, খেলোয়াড়রা কিছু জিনিস করে যেগুলো তাদের করা উচিত নয়। এটা মুহূর্তের উত্তেজনায় হয়ে যায়। তবে ওটা যদি ইংল্যান্ড দলের কেউ করত, আমি চাইতাম যেন সে পরে সেটা স্বীকার করে। আশা করি, এটা ম্যারাডোনার শ্রেষ্ঠত্বকে কলুষিত করবে না।’


আরো সংবাদ



premium cement
৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের

সকল