২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


‘অপেরা’র নায়ক মেসি

মেসির জীবন নিয়ে নির্মিত হয়েছে অপেরা ‘মেসি ১০’ - সংগৃহিত

রেড কার্পেটে লিওনেল মেসি। তাও আবার অপেরার প্রিমিয়ারে। অপেরাটি অবশ্য আর্জেন্টাইন সুপারস্টারের জীবন নিয়েই নির্মিত। নাম, ‘মেসি ১০’। যা প্রযোজনা করেছে কানাডার বিশ্বখ্যাত বিনোদন কোম্পানি ‘সির্ক জু সোলাই’।

বৃহস্পতিবার প্রিমিয়ারে অভিজাত কোট-টাইয়ে মেসির সাথে ছিলেন তার সুন্দরী স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। প্রিমিয়ার হলো ক্যাম্প ন্যু’তে। প্রেক্ষাগৃহের নাম ‘সালা রোমা’। বোঝাই যাচ্ছে, মেসির জন্যই অনুষ্ঠান হয়েছে বার্সেলোনায়। স্বভাবতই অপেরা দেখতে এলেন ক্লাবে তার বর্তমান ও সাবেক অনেক সতীর্থ। লুইস সুয়ারেজ যেমন এলেন স্ত্রী সফিয়া বালবির সাথে।

মেসির অবিশ্বাস্য ফুটবল জীবন নিয়ে ‘সির্ক জু সোলাই’-এর শো-র বিশ্ব-প্রিমিয়ার হবে ১০ অক্টোবর থেকে বার্সেলোনাতেই। চলবে টানা এক মাস। অংশ নেবেন ৩২ জন শিল্পী। যা বার্সেলোনা ক্লাবের সদস্যেরা দেখতে চাইলে পাবেন টিকিটে বিশেষ ছাড়। বার্সেলোনার শো-পর্ব শেষ হলে ‘সির্ক জু সোলাই’ ‘মেসি ১০’-এর দল নিয়ে বেরিয়ে পড়বে বিশ্বভ্রমণে।

অপেরার নাম ‘মেসি ১০’ কেন?

‘সির্ক জু সোলাই’-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘অপেরায় বলা হয়েছে, এক তরুণের অফুরান স্বপ্নের কথা। যে সব বাধা ভেঙে বিশ্বের সেরা দশ নম্বর জার্সির ফুটবলার হয়ে ওঠে।’’

সংস্থার মুখপাত্রের আরো মন্তব্য, ‘‘আমাদের সময়ের সেরা ফুটবলার লিও’র দক্ষতা, ত্যাগ ও সৌন্দর্যকেই আমরা তুলে ধরেছি। এই অপেরা আসলে বিশ্বফুটবল আর সার্কাসের মধ্যে একটা সাংস্কৃতিক সেতু তৈরি করবে।’’

মেসি নিজে কী বলছেন?

‘‘আমার তো পাগল-পাগল লাগছে। পুরো ব্যাপারটাই আমার কাছে অবিশ্বাস্য। ভাবতেই পারছি না যে, আমার জীবন, ভালোবাসা আর খেলা নিয়ে ওরা একটা শো তৈরি করেছে। তা ছাড়া ‘সির্ক জু সোলাই’-এর শো আমার পরিবারের সবার খুব প্রিয়। আমি নিশ্চিত, ওদের এই প্রযোজনাটিও আগের শো-গুলোর মতোই মানুষকে বিস্মিত করবে।’’

কোপা দেল রে-র সেমিফাইনালে খেলা বার্সেলোনা নিশ্চিত করার ২৪ ঘণ্টার মধ্যেই এই অপেরার প্রিমিয়ার হওয়ায় ফুটবলারেরা সবাই দারুণ ফুরফুরে মেজাজে ছিলেন।


আরো সংবাদ



premium cement
দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রইসি-আব্দুল্লাহিয়ান নিহত রইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া ডিএমপির অভিযানে গ্রেফতার ২২ ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে রইসির হেলিকপ্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে, কেউ বেঁচে নেই হোসেনপুরে তীব্র গরমে কদর বেড়েছে তালের শাঁসের ইরানের প্রেসিডেন্টের খোঁজে রাশিয়ার দল, তুরস্কের ড্রোন কঙ্গোর সেনাবাহিনী বলছে তারা রাজধানীতে অভ্যুত্থানের প্রচেষ্টা প্রতিহত করেছে আরাকান আর্মির বুথিডং শহর দখলের দাবি, আতঙ্কিত রোহিঙ্গারা ড্রোন আর মিসাইলের আধুনিক যুদ্ধেও কেন রাশিয়া দেড় শ’ বছরের পুরনো মোর্স কোড ব্যবহার করছে

সকল