১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


বান্দরবানে সংঘর্ষে দুই কেএনএফ সদস্য নিহত

অস্ত্র গুলি ও সরঞ্জাম উদ্ধার
-

বান্দরবানে সেনাবাহিনীর সাথে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ'র মধ্যে সংঘর্ষে দুই কেএনএফ সদস্য নিহত ও দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে তিনটি অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য। গতকাল রোববার ভোরে রুমা উপজেলার দুর্গম এলাকা রেমাক্রির প্রাংসা ইউনিয়নের বাকৎলাই এলাকায় এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর গতকাল বিকেলে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। ওই এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফ’র মধ্যে ছয় ঘণ্টা সংঘর্ষে চলে। এ ঘটনার পর সেখান থেকে কেএন এফ’এর পোশাক পরা দুজনের লাশ উদ্ধার করা হয়। ওই এলাকা তল্লাশি করে আটক করা হয় আরো দুই সদস্যকে। নিরাপত্তা বাহিনী ও পুলিশ জানিয়েছে, রাত ১২টার পর থেকে থানচি লিক্রে সযৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। সেখানে ৬ ঘণ্টা গুলি পাল্টা গোলাগুলির পর দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তারা রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। বান্দরবানের পুলিশ সুপার মো: সৈকত শাহীন জানিয়েছেন লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের সুরতহালের পর সেগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল কেএনএফ বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত অভিযানে ৭৮ জন কেএনএফ সদস্য ও তাদের সহযোগীকে আটক করা হয়েছে। ড়কের বাকৎলাই এলাকায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে

 


আরো সংবাদ



premium cement