৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


বাংলাদেশে আশ্রয় নিলো আরো ১২ বিজিপি সদস্য

-


মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরো ১২ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। গতকাল সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আষাঢ়তলী, জামছড়ি ও ঘুমধুম ইউপির রেজু সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেন। জাগো নিউজ।
স্থানীয়রা জানান, মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সাথে সঙ্ঘাতে জান্তা সরকারের অনুগতরা টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্রীকরণ করে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ৮ নম্বর ওয়ার্ড জামছড়ি সীমান্ত দিয়ে ১০ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে।
এ দিকে ঘুমধুম ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল কান্তি চাকমা জানান, ফাত্রাঝিরি রেজু আমতলী পাড়া সীমান্ত দিয়ে দুই বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের সংখ্যা আরো বাড়তে পারে।
বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গতকাল বান্দরবানে ১২ বিজিপি সদস্য আশ্রয় নেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ১৭৭ বিজিপি সদস্য আশ্রয় নেন। আশ্রয় নেয়া সব সদস্যকে নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেয়া হয়েছিল।

 


আরো সংবাদ



premium cement