২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
কর্মশালায় বিবিএস

দুর্যোগের ক্ষয়ক্ষতি জানা যাবে সফটওয়্যারে

-


তথ্যের আধুনিকায়নে জোর দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে প্রতি বছরই নানান ক্ষয়ক্ষতি হয় দেশের দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোতে। তবে দুর্যোগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছেই। তাই দুর্যোগে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ করার উদ্যোগ নিয়েছে বিবিএস। এ জন্য তারা সফটওয়্যার তৈরি করতে যাচ্ছে বলে বিবিএস জানিয়েছে।


আগারগাঁওস্থ বিবিএসের অডিটোরিয়ামে ‘আর্থসামাজিক, জনমিতিক ও পরিবেশগত তথ্যের সাথে ভূ-স্থানিক (জিআইএস) তথ্য সমন্বিত করে ওয়েব অ্যাপলিকেশন’ চূড়ান্তকরণ শীর্ষক পরামর্শকমূলক কর্মশালায় গতকাল এ তথ্য জানানো হয়। ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্প’ আওতায় সিইজিআইএসের সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। বিবিএসের মহাপরিচালক মো: মতিয়ার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল হাসান। ইসিডিএস প্রকল্পের ওয়েব অ্যাপলিকেশন সম্পর্কে উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো: রফিকুল ইসলাম। ওয়েব অ্যাপলিকেশন প্রস্তুতের ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশনসহ প্রাকটিক্যাল ডেমোনেস্ট্রেশন প্রদান করেন সিইজিআইএসের প্রিন্সিপাল স্পেশিয়ালিস্ট মোস্তাফিজুর রহমান।
বিবিএসের ইসিডিএস প্রকল্পের মাধ্যমে সব কার্যক্রম মাঠপর্যায়ে সম্পূর্ণ ডিজিটাল (ই-সিস্টেম) পদ্ধতিতে বাস্তবায়ন করছে। বিবিএস বাংলাদেশে প্রথমবারের মতো ‘আর্থসামাজিক, জনমিতিক ও পরিবেশগত তথ্যের সাথে ভূ-স্থানিক (জিআইএস) তথ্য সমন্বিত করে ওয়েব অ্যাপলিকেশন’ প্রণয়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশে এককভাবে এ ধরনের কোনো জিআইএস ডাটাবেইজ নেই। কার্যক্রমটি বাস্তবায়ন করা হলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নে সহায়ক হিসেবে বিবেচনা করতে পারবেন।


সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, বিবিএস নতুন নতুন বিষয়ে পরিসংখ্যান প্রণয়ন করছে। স্টেকহোল্ডারদের মতামতসহ বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিসংখ্যান প্রণয়ন করার চেষ্টা করছে তারা। পরিবেশগত ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করেই ইসিডিএস প্রকল্প’ হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন করা সম্ভব হবে। তিনি বলেন, বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০৯ সালে বাংলাদেশ ক্লাইমেট চ্যাঞ্জ স্ট্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান (বিসিসিএসএপি) প্রণয়ন করে। এই পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য দেশের সামর্থ ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি তারই অংশ।
ইসিডিএস প্রকল্পের আওতায় বিবিএস প্রথমবারের মতো সিজিআইএস কারিগরি সহযোগিতায় ‘আর্থ-সামাজিক, জনমিতিক ও পরিবেশগত পরিসংখ্যানিক’ তথ্যের সাথে ভূ-স্থানিক (জিআইএস) তথ্য সমন্বিত করে মোবাইল রেসপন্সিভ ওয়েব অ্যাপলিকেশন প্রস্তুত করেছে। এ ওয়েব অ্যাপলিকেশন ডাটা রিপোজিটরি হিসেবে আইনগতভাবে বিবিএস এসডিজির পরিবেশ ও জলবায়ু বিষয়ক ইন্ডিকেটরে তথ্য-উপাত্ত সরবরাহ করতে সক্ষম হবে।
ফারুক আহম্মেদ বলেন, পরিবেশগত টেকসই উন্নয়নকে বিবেচনায় নিয়েছে সরকার। নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল ও শিল্প-প্রতিষ্ঠান স্থাপনে প্রতিবেশ ও পরিবেশসম্মত বিধিব্যবস্থা প্রতিপালনের দিকে বিশেষ নজর দেয়া হচ্ছে। এসব নজরদারিতে জিআইএস ভিত্তিক তথ্য প্রযুক্তি সেবা অত্যন্ত প্রয়োজন।

 


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল