২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কিশোরগঞ্জে শোক দিবসের পতাকা উত্তোলন করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

-

কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরে নিজেদের অটো রিকশার দোকানে জাতীয় শোক দিবসের পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সহোদর দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খাদ্য গুদামের সামনে ‘হৃদয় অটো হাউজ’ নামে অটো হার্ডওয়ার ও ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন উপজেলার সদর ইউনিয়নের নগরহাটি গ্রামের মৃত নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৬) ও বিজয় কর্মকার (১৬)।
পুলিশ ও এলাকাবাসী জানান, শোক দিবস হওয়ায় একটু আগেভাগে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বিজয় কর্মকার তাদের দোকানের শাটার খোলে। পরে দোকানের সামনে স্টিলের পাইপ দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে যায়। এ সময় স্টিলের পাইপ অসাবধানবশত পল্লী বিদ্যুতের মেইন তারে লেগে যায়, এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে আসেন বড় ভাই হৃদয় কর্মকার। এ সময় ভাইকে স্পর্শ করামাত্র তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: ইশতেয়াক হোসেন রিফাত বলেন, আমাদের কাছে রোগীকে নিয়ে এলে প্রায় ৩০ মিনিট বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করি। অবশেষে ইসিজি করি। পরে নিশ্চিত হয়েছি তারা আগেই মারা গেছেন।
ইটনা থানার ওসি মো: কামরুল ইসলাম মোল্লা বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, তারা তিন ভাই। কোনো বোন নেই। বাবা মারা গেছেন চার বছর আগে। সবার বড় হৃদয় কর্মকার ও সবার ছোট বিজয় কর্মকার। এই দুই ভাই মিলে ইটনা সদর বাজারে হার্ডওয়ার ওয়ার্কশপটি চালাতেন। পাশাপাশি হৃদয় কর্মকার টেলিটকে চাকরি করতেন। বিজয় কর্মকার স্থানীয় মহেশচন্দ্র মডেল শিক্ষা নিকেতনে অষ্টম শ্রেণীতে পড়ালেখা করত। আর মেজো ভাই লাখাইয়ে তার মামার দোকানে থাকেন। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা

সকল