০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


পরীমণির অসুস্থতা নিয়ে ধূম্রজাল

-

বোট ক্লাব বিতর্কে আলোচনায় আসা নায়িকা পরীমণির অসুস্থতা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। পরীমণির ঘনিষ্ঠদের কেউ কেউ দাবি করছেন, তিনি গত বৃহস্পতিবার থেকে করোনা উপসর্গে ভুগছেন। তার জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এ জন্য তিনি বাসায় প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তবে উপসর্গ থাকলেও এখনো করোনা পরীক্ষা করা হয়নি বলে জানান ষ বাসস
আজ ২০ জুন রোববার থেকে হাইকোর্টের ৫৩ বেঞ্চে ভার্চুয়ালি উপস্থিতিতে চলবে বিচারকার্য।
মার্চ থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে পরিস্থিতি বিবেচানায় দেশে লকডাইন ঘোষণা করা হয়। ফলে উচ্চ আদালতসহ অধস্তন আদালতে সীমিত পরিসরে ভার্চুয়াল উপস্থিস্তিতে বিচারকার্য চালু রাখা হয়। পর্যায়ক্রমে আদালত সংখ্যা বাড়ানো হয়। করোনা সংক্রমণ মোকাবেলায় এখনো দেশে বিধিনিষেধ জারি আছে। এ পরিস্থিতিতে ভার্চুয়াল উপস্থিতিতেই আজ রোববার থেকে হাইকোর্টের ৫৩ বেঞ্চে বিচারকার্য শুরু হচ্ছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বিষয়ে নিশ্চিত হতে গতকাল পরীমণিকে ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া গেলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর তার বক্তব্য জানতে হোয়াটঅ্যাপে বার্তা দেয়ার পরও তিনি রেসপনস করেননি।
পরীমণির সাথে ঘনিষ্ঠ একজন চলচ্চিত্র পরিচালক ও সিনিয়র একজন নায়িকা জানান, পরীমণি অসুস্থ নন। নানা কারণে তিনি এখন একটু ঝামেলামুক্ত থাকতে চাইছেন। যারা তার অসুস্থতার খবর রটাচ্ছেন এটা সঠিক নয়।
অপর দিকে পরীমণির ঘনিষ্ঠ আরেক নির্মাতা চয়নিকা চৌধুরীও অসুস্থতার বিষয়ে কিছু পরিষ্কার বলেননি। তিনি জানান, পরীমণির মন খুব খারাপ। ফেসবুকে অনেকে তার বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছে, ঘরে থরে থরে সাজানো মদের বোতলের ছবি দিয়েছে এবং কারণে সে খুব কষ্ট পেয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে নিজের ফেসবুক পেজে নিজেকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন পরীমণি। বোট ক্লাবের ঘটনার পর গত বুধবার পরীমণির বিরুদ্ধে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ ওঠে। সেদিন রাতে গণমাধ্যমকে পরীমণি জানান, তিনি অল কমিউনিটি ক্লাবে গিয়েছিলেন সত্যি; কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাননি।


আরো সংবাদ



premium cement