২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মাস্ক না পরলেই জরিমানা

রাজধানীতে র্যাবের অভিযান
-

মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বসাধারণকে সচেতন করতেই এই অভিযান বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা। গতকাল দুপুর ১২টা থেকে রাজধানীর জনবহুল চারটি স্পট শাহবাগ, ফার্মগেট, সিটি কলেজ জিগাতলা এবং মিরপুর ও এর আশপাশের এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়। এ সময় মাস্ক ব্যবহার না করায় এক চালককে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
পলাশ কুমার বসু বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে। প্রত্যেকের মাস্ক পরা নিশ্চিত করতে সচেতনতামূলক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তিনি বলেন, শাহবাগের মতো জনবহুল একটা এলাকায় বেশির ভাগ মানুষকে মাস্ক পরিধান করতে দেখা গেছে। তবে অনেকেই এখনো এ ব্যাপারে উদাসীন। কারো কারো সাথে মাস্ক আছে কিন্তু তারা মাস্ক পরছেন না। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হলে অনেকেই বিভিন্ন অজুহাত দিয়ে বাঁচতে চাইছেন। সবাইকে সচেতন করার জন্য এবং যারা মাস্ক পরছেন না তাদেরকে সংশোধনের জন্য বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেয়া হচ্ছে। আদালত জানায়, অভিযান পরিচালনাকালে দেখা যায় ডাক্তার লেখা স্টিকারে একটি প্রাইভেটকার চালক মাস্ক ছাড়া গাড়ি চালাচ্ছেন। রাজধানীর শাহবাগ মোড়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মাস্ক না পরায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের নার্সের চালক মনিরুল ইসলামকে ৩০০ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।


আরো সংবাদ



premium cement

সকল