১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে যুবক নিহত

-

গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে এক যুবক নিহত এবং তার সাথে থাকা অপর বন্ধু মঈন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গানম্যান এএসআই কিশোর কুমার মণ্ডল পলাতক রয়েছে। নিহতের নাম শহিদুল ইসলাম শহিদ (৩৫)। তিনি কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আইজগানা কারিগরপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে। আহত মঈন উদ্দিন (৩২) কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যানের দায়িত্বে রয়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে পুলিশের এএসআই কিশোর কুমার মণ্ডল। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে স্থানীয় কুতুবদিয়া এলাকায় লায়ন হাবিবের একটি পতিত জমিতে বসে শহিদুল ইসলাম শহিদ (৩৫) ও মঈন উদ্দিনের (৩২) সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ওই গানম্যান কিশোর কুমার মণ্ডল। এ সময়ে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে কিশোর পিস্তল বের করে গুলি চালান। এতে বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে শহিদ ঘটনাস্থলেই নিহত এবং পেটে গুলিবিদ্ধ হয়ে মঈন উদ্দিন আহত হন। গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলের দিকে স্থানীয়দের আসতে দেখে গানম্যান কিশোর পালিয়ে যান। পরে এলাকাবাসী আহতকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পুলিশ তাকে সেখান থেকে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মন্ত্রীর গানম্যান কিশোর কুমার ও হতাহতরা পরস্পর বন্ধু।


আরো সংবাদ



premium cement
আমাদেরকে পরকালের জন্য তৈরি হতে হবে : অ্যাডভোকেট জুবায়ের ওমানে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা ইরানের দক্ষতা অর্জন করে নিজেদের মানকে উন্নত করতে হবে : আবদুল হালিম বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্য রাতে, চিন্তিত জেলেরা ভোটে জেতার ৬ মাসের মধ্যেই আজাদ কাশ্মিরকে ভারতের অংশ বানাতে চান যোগী পোরশায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত কালশীতে পুলিশ বক্সে আগুন অটোরিকশা চালকদের ২১ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখে বিক্রি ভিন্নভাবে গাজা যুদ্ধের প্রতিবাদ জানালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কটিয়াদীতে চেয়ারম্যান পদে ৪ প্রবীণ ২ নবীনের লড়াই কোহলির পাকিস্তান সফরের আগ্রহে মুগ্ধ আফ্রিদি

সকল