০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


আফগানিস্তানের কাছেও হারল জিম্বাবুয়ে

-

ফেবারিট হিসেবেই সূচনা করল আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের মতো ধুঁকে ধুঁকে জিততে হয়নি। গোটা ম্যাচে নিজেদের প্রাধান্য বজায় রেখেই ২৮ রানের ব্যবধানে তুলে নেয় তারা জয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে জিম্বাবুয়ে হারল টানা দ্বিতীয় ম্যাচ। আফগানদের অবশ্য প্রথম ম্যাচ ছিল। আজ তাদের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। টসে হেরে প্রথম ব্যাটিংয়ের সুযোগ পেয়ে পুরাটাই কাজে লাগায় আফগান ব্যাটসম্যানরা। সূচনাতে তেমন সুবিধা করতে না পারলেও পঞ্চম উইকেট জুটিতে নাজিবুল্লাহ জারদান ও মোহাম্মাদ নবির ৯৭ রানের দায়িত্বপূর্ণ পার্টনারশিপে ১৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর আসে। শুরুতে রহমানুল্লাহ গুরবাজের ২৪ বলে ৪৩ রানের ইনিংসটা এগিয়ে নিয়ে গেলেও পরের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। জাজাই, নাজিব, আসগররা দ্রুত আউট হওয়ার পর ওই জুটি খেলেছিলেন দায়িত্বপূর্ণ ইনিংস। নাজিবুল্লাহ অপরাজিত থাকেন ৩০ বলে ৬৯ রান করে। যার মধ্যে ছিল ৬ ছক্কা ও পাঁচ চারের মার। নবি অবশ্য কোনো চার হাঁকাননি। তার ৩৮ রানের ইনিংসে রয়েছে গোটা চারেক ছক্কা। ১৮ বলে ওই রান করেন তিনি এবং আউট হন তিনি ইনিংসের শেষ বলে। চাতারা ও শেন উইলিয়ামস লাভ করেন দু’টি করে উইকেট।
এরপর ১৯৮ রানের বিশাল টার্গেট সামনে রেখে খেলতে নেমে ফরিদ মালিক ও রশীদ খানদের নৈপুণ্যে ১৬৯-এর বেশি যেতে সক্ষম হয়নি জিম্বাবুয়ে। চাকাবা সর্বোচ্চ ৪২ রান করেন। এ ছাড়া ২৭ করেন টেইলর। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা বার্ল ২৫ বলে ২৫ করে আউট হয়ে যান। মালিক ও রশীদ দু’জনই লাভ করে দু’টি করে উইকেট।


আরো সংবাদ



premium cement
রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি

সকল