২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


আজ ইতিহাস রচনা করতে চায় মডরিচ

বিশ্বকাপ
লুকা মডরিচ - সংগৃহীত

সতর্ক লুকা মডরিচ। তারুণ্যনির্ভর ইংল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ হিসেবে অ্যাখ্যা দিলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক। তার বিশ্বাস, দল হিসেবে তরুণ ইংলিশ ফুটবলারদের মধ্যকার দৃঢ় ঐক্য বিশ্বকাপ সেমিফাইনালে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে উদ্ভাসিত হবে ক্রোয়েটদের ইতিহাস রচনার ফাইনালে অংশগ্রহণের গৌরব অর্জনের পথে। ইংলিশদের প্রশংসায় পঞ্চমুখ মডরিচ হাইভোল্টেজ সেমিফাইনালে ক্রোয়েশিয়ার সাফল্যের ব্যাপারেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রতিপক্ষের শক্তিশালী জায়গাগুলো বিশ্লেষণেই রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রোয়েট গেমপ্ল্যান চূড়ান্ত করার ঘোষণা দেন। ইংল্যান্ডের বিপক্ষে রাশান বিশ্বকাপের সেমিফাইনাল সামনে রেখে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান ক্রোয়েশিয়ার অধিনায়ক মডরিচ।

আজ ফিফার ২১তম বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে এক বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে ডার্কহর্স ক্রোয়েশিয়া। নকআউটের দুই ম্যাচে অতিরিক্ত সময় টপকে টাইব্রেকারে জয়ে ক্রোয়েট ফুটবলারদের বাড়তি পরিশ্রমের বিষয়টিও স্বীকার করেছেন মডরিচ।

তিনি বলেন, ‘ইংল্যান্ড শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে। একটি ইউনিট হিসেবে তাদের মধ্যকার বোঝাপড়া শিখরে পা রেখেছে। মেগা আসরে সাফল্যের জন্য দল হিসেবে পারফরম্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলির অন্যতম।’

২০১৮ সালের বিশ্বকাপের তারুণ্যনির্ভর ইংল্যান্ডের তিনজন ফুটবলারকে সতীর্থ হিসেবে পেয়েছেন মডরিচ। তার প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম ক্যারিয়ারের সতীর্থ কাইল ওয়ালকার, ড্যানি রোস ও স্ট্রাইকার হ্যারি কেন। যদিও ওই ত্রয়ী ফুটবলারের সাথে বর্তমান রিয়াল মাদ্রিদ প্লেমেকারের একত্রে খেলার অভিজ্ঞতা যৎসামান্য।

ফ্রি-কিকে ইংলিশদের অত্যন্ত ভয়ঙ্কর দল বলেও জানান মডরিচ। ফ্রি-কিকের অ্যাডভান্টেজ লুফে নেয়ার জন্য মুখিয়ে থাকা ইংলিশ ফুটবলারদের প্রতি ক্রোয়েটদের বিশেষ নজর রাখার বিষয়টি নিশ্চিত করেছেন তারকা মিডফিল্ডার। মডরিচ বলেন, ‘অযাচিত ফ্রি-কিক এড়িয়ে চলার পথই বেছে নেয়া হবে। আমরা জানি ফ্রি-কিকের অ্যাডভান্টেজ লুফে নেয়ার ক্ষেত্রে দারুণ এক দল ইংল্যান্ড। শরীর শূন্যে ভাসিয়ে মুহূর্তেই বল জালে ঢুকিয়ে দিতে পারেন হ্যারি কেন, স্টোনস ও ম্যাগুইরে। সেট পিস ইস্যুতে আমাদের বিশেষ প্ল্যান রয়েছে সেমিফাইনালের জন্য। রাশিয়ার বিপক্ষে দ্বিতীয় গোল হজমের কোনো প্রয়োজন ছিল না।’

দেখুন:

আরো সংবাদ



premium cement