০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


ব্রাজিল প্রতি ম্যাচেই অধিনায়ক পাল্টায় কেন 

ব্রাজিল প্রতি ম্যাচেই অধিনায়ক পাল্টায় কেন  - সংগৃহীত

কোন দল সম্পর্কে জিজ্ঞাসা করলে অবধারিত ভাবে সামনে চলে আসে অধিনায়কের নাম। কিন্তু পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ান ব্রাজিলের বেলায় এই প্রশ্ন করলেই থমকে যেতে হবে। যারা খেলা সম্পর্কে খোঁজ খবর রাখেন নিয়মিত, প্রিয় দলের আদ্যপান্ত সব জানেন, তারাও এই প্রশ্নের উত্তর দিতে দিয়ে থেমে যান। এর কারণটা হলো ব্রাজিল দলে স্থায়ী কোন অধিনায়ক নেই। 

আজ একজনের হাতে বাহুবন্ধনী তো কাল আরেকজনের হাতে। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন মার্সেলো। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে সেই বাহুবন্ধনী দেখা গেছে থিয়াগো সিলভার হাতে। ব্রাজিলের অধিনায়কত্বে পরিবর্তন আসছে বুধবারও। কোচ তিতে মিরান্দার হাতে তুলে দেবেন অধিনায়কত্বের বন্ধনী।

কিন্তু তাদের কোনো স্থায়ী অধিনায়ক নেই কেন? ২০১৬ সালে দায়িত্ব নিয়ে দলের স্থায়ী অধিনায়কত্বের বিষয়টি তুলে দিয়েছেন কোচ তিতে। ব্রাজিলের এই ‘প্রফেসর’ খ্যাত কোচ মনে করেন, অধিনায়কত্ব মানেই বাড়তি চাপ। আর এই চাপ নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের ওপর না চাপানোই ভালো। ফলটা তো পাওয়া যাচ্ছে।

তিতের অধীনে ২৩ ম্যাচ খেলে ১৮টি জয় পেয়েছে ব্রাজিল। আর চারটি ড্র করে মাত্র একটি ম্যাচে হারের মুখ দেখেছে তারা। একজন কোচের জন্য এর চেয়ে ভালো পরিসংখ্যান আর হয় নাকি! এই ২৩ ম্যাচে ব্রাজিল দলের অধিনায়কত্ব করেছেন মোট ১৭ জন খেলোয়াড়। সর্বোচ্চ চারটি ম্যাচে ছিলেন চোটের জন্য বিশ্বকাপ খেলতে না পারা দানি আলভেজ। খেলোয়াড়দের মধ্যে একধরনের দায়িত্ববোধ তৈরির ব্যাপারটিও তিতে সেরেছেন এর মাধ্যমে।

অথচ কী টালমাটাল অবস্থাতেই না ব্রাজিল দলের হাল ধরেছিলেন তিতে। ঘরের মাঠে বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় হারের পর ব্রাজিলীয় ফুটবল যেন পথ হারিয়েছিল। দুঙ্গা ৬ ম্যাচ দায়িত্বে ছিলেন, সে সময় ব্রাজিল জিতেছিল মাত্র দুটিতে। রিও অলিম্পিকে মানো মেনেজেসের অধীনে প্রথমবারের মতো অলিম্পিক সোনা জয়ের পর জাতীয় দলের হাল ধরেন তিতে। এরপর থেকেই আমূল পাল্টে গেল গোটা দল। বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলেই চূড়ান্তপর্বে জায়গা করে নেয়। তিতে বিশ্বকাপে পাখির চোখ করেছেন ভিন্ন ভিন্ন অধিনায়ক ব্যবহার করেই।


আরো সংবাদ



premium cement
বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী নারীর বিরুদ্ধে সহিংসতা : অস্ট্রেলিয়ায় পর্ন সাইটেও নজরদারি গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮

সকল