২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আমার হিজাব আমার শক্তির উৎস : মার্কিন ছাত্রী

আমার হিজাব আমার শক্তির উৎস : মার্কিন ছাত্রী। - ছবি : সংগৃহীত

আরব বংশোদ্ভূত মার্কিন ছাত্রী সালি আল মুকলানি। তিনি একটি ক্যালিওগ্রাফি তৈরি করেছেন। সম্প্রতি তার ওই ক্যালিওগ্রাফি নিউইয়র্কে অনুষ্ঠিত কংগ্রেস আর্ট প্রতিযোগিতা-২০২২-এ সেরার পুরস্কার জিতেছে। ক্যালিওগ্যাফিটির নাম ছিল ‘হিজাব আমাকে শক্তিশালী করে’।

শনিবার সালি আল মুকলানি প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার অনুভূতি জানিয়েছেন আলজাজিরার হ্যাশট্যাগ অনুষ্ঠানে। তাতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, ‘আমার শিক্ষক আমাকে জানালেন যে, আমার ক্যালিওগ্রাফিটি বেশ অর্থবহ। তাই আমার প্রতিযোগিতায় অংশ নেয়া উচিৎ। এটিই অনেক মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিল।’

সালি আল মুকলানি মনে করেন- হিজাব পরিহিতা নারীদের নিজেদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। তাদের হিজাবের সৌন্দর্য উপভোগ ও অনুভব করা উচিৎ। তিনি বলেন, ‘কেউ হয়ত আইন চাপিয়ে দেবে এবং চাইবে আমরা অস্বস্তিতে পড়ি। কিন্তু আমাদের কাজ হলো- সমালোচনা এড়িয়ে চলে শক্তি অনুভব করা। কারণ, আমাদের পরিহিত হিজাব আমাদের শক্তির উৎস।’

তিনি হিজাবী নারীদের উদ্দেশ্য করে একটি পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, নারীরা যদি ওই পরামর্শটি গ্রহণ করে, তাহলে হয়ত হিজাবের প্রতি মানুষের অনেক নেতিবাচক মনোভাব পরিবর্তন হয়ে যেতে পারে। তিনি তাদের উদ্দেশে বলেন, ‘কারো সমালোচনায় কান দেবেন না। বিষয়টি যদিও কঠিন। এখন আমি যা শুনছি তা আমার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অথচ আমার কাজ হলো- আমি যা পছন্দ করি, তা থেকে আমি শক্তি অনুভব করব। আমাদের আবেগকে অনুসরণ করা উচিৎ। এটি আমাদের সহায়তা করবে।’

প্রতিযোগিতায় অংশ নেয়ার ব্যাপারে সালি আল মুকলানি বলেন, ‘অনেক শক্তিমান শিল্পীদের উপস্থিতির কারণে শুরুতে এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইনি। কিন্তু শিক্ষকের পীড়াপীড়িতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেই এবং বিস্ময়করভাবে বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করি।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে

সকল