২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাশ্চাত্য রাশিয়াকে কয়েক ডজন রাষ্ট্রে বিভক্ত করতে চায় : পুতিন

পাশ্চাত্য রাশিয়াকে কয়েক ডজন রাষ্ট্রে বিভক্ত করতে চায় : পুতিন - ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব তার দেশের বিভিন্ন উপজাতি ও গোত্রের মধ্যে বিভেদ ছড়িয়ে দিয়ে রাশিয়াকে কয়েক ডজন আলাদা রাষ্ট্রে বিভক্ত করে ফেলতে চায়।

তিনি শুক্রবার ভিডিও লিঙ্কের মাধ্যমে রাশিয়ার ‘কাউন্সিল অন ইন্টারএথনিক রিলেশন্সে’ দেয়া এক ভাষণে এ অভিযোগ করেন।

পুতিন বলেন, তারা বলছে, রাশিয়াকে বহু ডজন রাষ্ট্রে বিভক্ত করে ফেলতে হবে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে তখন এসব কথা বললেন প্রেসিডেন্ট পুতিন।

তিনি বলেন, রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো যত বেশি নিষেধাজ্ঞা আরোপ করবে তত বেশি এদেশের মানুষের ঐক্য ও সংহতি জোরদরার হবে।

তিনি আরো বলেন, রাশিয়ার শত্রুরা বিভিন্ন এজেন্ট ও প্রান্তিক মানুষদের ব্যবহার করে এ দেশের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের চিরকালের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষরা দেশের অভ্যন্তরে তাদের এজেন্টদের ব্যবহার করছে, সেইসাথে বিভিন্ন ধরনের এজেন্ট ও প্রান্তিক ব্যক্তিদের নেটওয়ার্ক ব্যবহার করে আমাদের দেশকে ভেতর থেকে দোলা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভ্লাদিমির পুতিন বলেন, আমাদের মনে রাখতে হবে শত্রুদের এজেন্টরা তৎপর রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রতিপক্ষ শক্তিগুলো এজেন্টদের ব্যবহার করা অব্যাহত রাখবে।

‘রাশিয়ার শত্রুরা’ কয়েক শতাব্দি ধরে এ কাজ করে আসছে বলে দাবি করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, তারা এখনো এ কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে। আর আমরাও আমাদের কাজ করে যাব।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement